রণবীরের ‘গোমাংস’ বিতর্ক, পাশে দাঁড়ালেন গায়িকা চিন্ময়ী

রণবীরের ‘গোমাংস’ বিতর্ক, পাশে দাঁড়ালেন গায়িকা চিন্ময়ী

রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’ চলচ্চিত্র মুক্তির আগেই এক পুরনো মন্তব্য ঘিরে বিতর্কের মুখে পড়েছেন। প্রায় ১৫ বছর আগে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীরের গোমাংস খাওয়ার কথা সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে রামের চরিত্রে তাঁর অভিনয় যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। এই বিতর্কের জল এতটাই গড়িয়েছে যে একজন টুইটার ব্যবহারকারী সাই পল্লবীর সঙ্গে রণবীরের ছবি পোস্ট করে প্রশ্ন তোলেন, “একজন গোমাংস ভক্ষক এখন পর্দায় শ্রী রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করছেন। বাহ্! বলিউডের মাথা-টাথা কি খারাপ হয়ে গিয়েছে?”

এই পরিস্থিতিতে রণবীরের সমর্থনে মুখ খুলেছেন গায়িকা চিন্ময়ী শ্রীপদা। তিনি প্রশ্ন তুলেছেন সমাজের দ্বিচারিতা নিয়ে। চিন্ময়ী ক্ষোভ প্রকাশ করে বলেছেন, একজন ধর্ষক বাবাজি ভোটের জন্য প্যারোলে মুক্তি পেলেও তা নিয়ে প্রশ্ন ওঠে না, অথচ একজন অভিনেতা কী খান, তা নিয়ে এত বিতর্ক। তাঁর মতে, সিনেমাতে একটি চরিত্রে অভিনয় করা আর একজন ধর্ষকের জনসমক্ষে ভোট চাওয়া এক জিনিস নয়, এবং এই বিতর্ক ভারতীয় সমাজের গভীর ভণ্ডামিকে তুলে ধরেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *