উইম্বলডনে বিরাট-অনুষ্কার প্রেমময় প্রত্যাবর্তন, মুগ্ধ নেটপাড়া
July 8, 202511:52 am

দশ বছর পেরিয়েও অক্ষুণ্ণ বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার প্রেম। সম্প্রতি উইম্বলডনের দর্শকাসনে আবারও দেখা গেল এই তারকা দম্পতিকে, যা তাঁদের এক দশক আগের উইম্বলডন ‘ডেট’-এর স্মৃতি উসকে দিয়েছে। নোভাক জকোভিচের ম্যাচ দেখতে গিয়ে ভাইরাল হওয়া তাঁদের ছবি নেটদুনিয়ায় রীতিমতো আলোড়ন ফেলেছে। নেটিজেনরা বলছেন, ‘১০ ইয়ার চ্যালেঞ্জ’-এ সফলভাবে জয়ী হয়েছেন বিরুষ্কা।
ক্রিকেট থেকে অবসর এবং অভিনয় কেরিয়ারে বিরতি নেওয়ার পর বিরাট-অনুষ্কা বর্তমানে লন্ডনে বসবাস করছেন। উইম্বলডনের গ্যালারিতে তাঁদের উপস্থিতি এবং প্রাক্তন প্রেমিকা অনুষ্কাকে নিয়ে ২০১৫ সালের টেনিস ম্যাচের সেই পুরনো ছবির প্রসঙ্গ তুলে ধরে সামাজিক মাধ্যমে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। তাঁদের মতে, সময়ের সাথে সাথে বিরুষ্কার প্রেম আরও গভীর হয়েছে।