মাত্র ১০০ টাকায় ৯০ দিন Jio Hotstar!

রিলায়েন্স জিও আবারও গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার নিয়ে এসেছে। মাত্র ১০০ টাকার একটি প্ল্যানে ৯০ দিন পর্যন্ত Jio Hotstar দেখার সুযোগ দিচ্ছে সংস্থা। এই প্ল্যানের মাধ্যমে ব্যবহারকারীরা শুধু মোবাইলে নয়, টিভিতেও Jio Hotstar উপভোগ করতে পারবেন।
Jio ১০০ টাকার প্ল্যানের সুবিধা
এই বিশেষ প্ল্যান রিলায়েন্স জিওর অফিসিয়াল ওয়েবসাইট এবং My Jio অ্যাপে পাওয়া যাবে। প্ল্যানটির মাধ্যমে গ্রাহকরা Jio Hotstar-এর সাবস্ক্রিপশন ছাড়াও ৫ জিবি হাই-স্পিড ডেটা উপভোগ করতে পারবেন। তবে ডেটা সীমা শেষ হয়ে গেলে স্পিড কমে ৬৪kbps হয়ে যাবে। তবে, এটি শুধুমাত্র তখনই কার্যকর হবে, যখন গ্রাহকের নম্বরে একটি অ্যাক্টিভ বেস প্ল্যান থাকবে।
অন্যদিকে, এয়ারটেল ও Vi-র তুলনায় জিওর এই অফার অনেকটাই সাশ্রয়ী। এয়ারটেলের অনুরূপ প্ল্যানের দাম ১৬০ টাকা, যার মেয়াদ মাত্র ৭ দিন। Vi-র ১৫১ টাকার প্ল্যানে ৩০ দিনের বৈধতা ও ৪ জিবি ডেটা দেওয়া হলেও, জিওর ১০০ টাকার প্ল্যানেই ৯০ দিনের জন্য Hotstar-এর সুবিধা পাওয়া যাচ্ছে।