শিয়ালদহ ডিভিশনের সময়ানুবর্তিতা ৯৮%, গুজরাটের ভাবনগরের পিছনে নেই

শিয়ালদহ ডিভিশনের সময়ানুবর্তিতা ৯৮%, গুজরাটের ভাবনগরের পিছনে নেই

ভারতীয় রেলওয়ের সময়ানুবর্তিতা নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মঙ্গলবার সংসদে দেওয়া বিবৃতিতে তিনি জানান, দেশের ৬৮টি রেলওয়ে ডিভিশনের মধ্যে ৪৯টিতে সময়ানুবর্তিতার হার ৮০% ছাড়িয়েছে। এর মধ্যে ১২টি ডিভিশনে এই হার ৯৫% এরও বেশি। গুজরাটের ভাবনগর ডিভিশন শীর্ষস্থান দখল করেছে ৯৯.৬% সময়ানুবর্তিতা নিয়ে। তবে, পশ্চিমবঙ্গের শিয়ালদহ ডিভিশনও পিছিয়ে নেই, যেখানে সময়ানুবর্তিতার হার ৯৮%।

রেলমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, বাংলার অন্যান্য গুরুত্বপূর্ণ ডিভিশনগুলোর সময়ানুবর্তিতার হারও ঈর্ষণীয়। হাওড়া ডিভিশনে এই হার ৮৫.৭%, আসানসোল ডিভিশনে ৮৬.১%, এবং মালদা ডিভিশনে ৮৮.১%। এছাড়া, আলিপুরদুয়ার ডিভিশনে সময়ানুবর্তিতার হার ৯৪.৪%। রেলমন্ত্রী এদিন সংসদে আরও জানান, দেশে বর্তমানে ১৩ হাজার যাত্রীবাহী ট্রেন চলাচল করছে, যা করোনা পূর্ববর্তী সময়ের চেয়ে বেশি। এর মধ্যে মেল ও এক্সপ্রেস ট্রেন ৪ হাজার ১১১টি, প্যাসেঞ্জার ট্রেন ৩ হাজার ৩১৩টি এবং শহরতলির ট্রেন ৫ হাজার ৭৭৪টি। রেল পরিষেবার এই উন্নতি যাত্রীদের জন্য সুখবর বয়ে এনেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *