পহেলগাম হামলা: মোদী সৌদি সফর কাটছাঁট, সিসিএস বৈঠকে নিরাপত্তা পর্যালোচনা

জম্মু ও কাশ্মীরের পহেলগামে মঙ্গলবার লাশকর-ই-তৈবার সহযোগী দল দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের (টিআরএফ) হামলায় ২৬ জন নিহত, বেশিরভাগই পর্যটক, হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে বুধবার দিল্লি ফিরেছেন। বিমানবন্দরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তাকে পরিস্থিতি সম্পর্কে ব্রিফ করেন। মোদী সকাল ১১টায় নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিএস) বৈঠকে সভাপতিত্ব করেন।
মঙ্গলবার জেদ্দায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক দুই ঘণ্টা বিলম্বিত করে মোদী কাশ্মীর পরিস্থিতি মূল্যায়ন করেন। সৌদি যুবরাজ হামলার নিন্দা জানিয়ে ভারতের সঙ্গে সন্ত্রাসবিরোধী সহযোগিতার প্রতিশ্রুতি দেন। মোদী সরকারি নৈশভোজ এড়িয়ে মঙ্গলবার রাতেই দেশে ফেরেন। মোদী এক্স-এ লেখেন, “এই জঘন্য কাজের পিছনে যারা রয়েছে, তাদের বিচারের আওতায় আনা হবে।” মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “সন্ত্রাসবিরোধে আমরা ভারতের পাশে।”
২০১৯ সালের পুলওয়ামা হামলার পর এটি উপত্যকার সবচেয়ে মারাত্মক হামলা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্রীনগরে নিরাপত্তা পর্যালোচনা করেছেন। বিশ্লেষকরা মনে করেন, এই হামলা ভারতের নিরাপত্তা কৌশলের পুনর্মূল্যায়নের প্রয়োজনীয়তা তুলে ধরে।