পহেলগাম হামলার পর সেনার জোরালো অভিযান, কমান্ডো হেলিকপ্টারে নামল

পহেলগাম হামলার পর সেনার জোরালো অভিযান, কমান্ডো হেলিকপ্টারে নামল

জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৭ নিরীহ হিন্দু নিহত হওয়ার পর ভারতীয় সেনাবাহিনী কঠোর অভিযান শুরু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি সফর কাটছাঁট করে ফিরে এসেছেন। জাতীয় রাইফেলস, সিআরপিএফ ও জম্মু-কাশ্মীর পুলিশের কমান্ডোরা পহেলগামের জঙ্গলে হেলিকপ্টার থেকে নেমে তল্লাশি চালাচ্ছেন। প্রকাশিত ভিডিওতে কমান্ডোদের তৎপরতা স্পষ্ট।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে পরিচালিত লস্কর-ই-তৈয়বার শাখা ‘দ্য রেজিস্টেন্স ফ্রন্ট’ (টিআরএফ) এই হামলার দায় স্বীকার করেছে। চার সন্ত্রাসী পর্যটকদের নাম জিজ্ঞাসা করে কলমা পড়তে বলার পর গুলি চালায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্রীনগরে পৌঁছে আজ পহেলগাম সফর করতে পারেন। মোদী বলেন, “অপরাধীদের ছাড় দেওয়া হবে না।” আমেরিকা, রাশিয়া, ইরানসহ বিশ্বের অনেক দেশ এই হামলার নিন্দা জানিয়েছে।

২০১৯ সালের পুলওয়ামা হামলার পর এটি জম্মু-কাশ্মীরের সবচেয়ে ভয়াবহ হামলা। বিশ্লেষকরা মনে করেন, পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর এই কার্যকলাপ ভারত-পাকিস্তান সম্পর্ককে আরও উত্তপ্ত করবে। সেনার এই অভিযান কাশ্মীরে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *