ইস্তাম্বুলে ৬.২ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে ১৫১ জন আহত

ইস্তাম্বুলে ৬.২ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে ১৫১ জন আহত

বুধবার (২৩ এপ্রিল) ইস্তাম্বুলে ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যার কেন্দ্রস্থল মারমারা সাগরে সিলিভ্রি জেলার কাছে ৬.৯২ কিলোমিটার গভীরে। আতঙ্কে ভবন থেকে লাফিয়ে পড়ায় ১৫১ জন আহত হন, তবে কারও অবস্থা গুরুতর নয়। ইস্তাম্বুল গভর্নরের কার্যালয় জানায়, আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। ফাতিহ জেলায় একটি পরিত্যক্ত ভবন ধসে পড়লেও আবাসিক ভবন, জ্বালানি, গ্যাস, জল বা পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় ক্ষতি হয়নি।

ভূমিকম্পের পর আতঙ্কিত বাসিন্দারা পার্ক, স্কুল মাঠ ও খোলা জায়গায় আশ্রয় নেন; কেউ কেউ তাঁবু খাটান। তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেন, “ঈশ্বরের কৃপায় এখন পর্যন্ত কোনও সমস্যা নেই। আমাদের দেশকে দুর্যোগ থেকে রক্ষা করুন।” স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া জানান, ১৩ সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পের পর ৫০টির বেশি পরাঘাত রেকর্ড হয়েছে, সর্বোচ্চ ৫.৯ মাত্রার।

তুরস্কের দুটি প্রধান ফল্ট লাইনের কারণে ভূমিকম্প ঘন ঘন আঘাত হানে। ২০২৩ সালে ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৫৩,০০০ মানুষ নিহত হয়েছিল। বিশ্লেষক সেলিম কায়া বলেন, “ইস্তাম্বুলের ঘনবসতি ও পুরোনো ভবনগুলো বড় ভূমিকম্পের ঝুঁকি বাড়ায়।” প্রশাসন স্কুল বন্ধ রেখে খোলা জায়গাগুলোকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহারের নির্দেশ দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *