পহেলগাম হামলার পর পাকিস্তানের নৌ-মহড়া, ভারতের জবাবের আশঙ্কা

জম্মু ও কাশ্মীরের পহেলগামে ২৬ জনের প্রাণহানির সন্ত্রাসী হামলার পর ভারতের কঠোর অবস্থানে পাকিস্তানে আতঙ্ক ছড়িয়েছে। ভারতের সম্ভাব্য পদক্ষেপের ভয়ে পাকিস্তান আরব সাগরে ২৪-২৫ এপ্রিল যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের নৌ-মহড়া শুরু করেছে। পাকিস্তান আন্তর্জাতিক সমুদ্র সংস্থা UKMTO-কে জানিয়েছে, উত্তর আরব সাগরে এই মহড়া চলবে। ভারতীয় নৌবাহিনীর আইএনএস বিক্রান্ত একই এলাকায় মোতায়েন থাকায় উত্তেজনা তীব্র।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করলেও, ডিজিটাল ফুটপ্রিন্টে পাক সংযোগ প্রকাশ পেয়েছে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, “এই হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে। দোষীদের ধরা হবে।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নিরাপত্তা বৈঠকের পর পাকিস্তানও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা কমিটির সভা ডেকেছে। পাক উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার বলেন, “ভারতের বক্তব্যের জবাবে এই বৈঠক জরুরি।”
নিরাপত্তা বিশ্লেষক প্রিয়া সিং বলেন, “পাকিস্তানের মহড়া ভারতের সম্ভাব্য সার্জিক্যাল স্ট্রাইকের প্রতি প্রতিরোধ কৌশল।” ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত ও কূটনৈতিক চাপ বাড়িয়েছে, যা দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে নতুন সংকটের আশঙ্কা তৈরি করছে।