পহেলগাম হামলার মূল পরিকল্পনাকারীদের টার্গেট ভারত

পহেলগামে ২৮ জনের প্রাণহানির ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারতীয় নিরাপত্তা বাহিনী কাশ্মীরের ত্রালে লস্কর-ই-তৈয়বা (এলইটি) ও জৈশ-ই-মোহাম্মদ (জেইএম)-এর সঙ্গে যুক্ত দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিয়েছে। হামলার দায় স্বীকারকারী এলইটি-সমর্থিত দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)-এর সদস্য আসিফ ও আদিলের বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশ চার সন্ত্রাসীকে শনাক্ত করেছে, যার মধ্যে পাকিস্তানি জঙ্গি তালহা ও আসিফ ফৌজি রয়েছেন। পুলিশের মুখপাত্র বলেন, “আমরা হামলার মূল পরিকল্পনাকারী সাইফুল্লাহ সাজিদ জুটের সন্ধানে তল্লাশি চালাচ্ছি।”
তদন্তে জানা গেছে, হামলাকারীরা ভারতীয় সেনার পোশাক পরে বৈসারান তৃণভূমিতে হিন্দু পর্যটকদের ধর্ম জিজ্ঞাসা করে গুলি চালায়। বেঁচে যাওয়াদের বর্ণনার ভিত্তিতে পাকিস্তানি জঙ্গি হাশিম মুসার স্কেচ প্রকাশিত হয়েছে। এনআইএ-এর মতে, সাইফুল্লাহ পাকিস্তানের আইএসআই-সংযুক্ত দাতব্য সংস্থার মাধ্যমে অর্থায়ন করে। বিশ্লেষকদের মতে, এই অভিযান সন্ত্রাসী নেটওয়ার্ক ভাঙতে গুরুত্বপূর্ণ, তবে সীমান্তে উত্তেজনা বাড়তে পারে। পাকিস্তানি সংবাদমাধ্যম হামলার তীব্রতা নিয়ে নীরব থাকলেও, ভারতের এই পদক্ষেপ আঞ্চলিক গতিশীলতায় নতুন মোড় আনতে পারে।
Avenging #Pahalgam Horror!#BREAKING– Houses of two terrorists blown up during a search operation.
— TIMES NOW (@TimesNow) April 25, 2025
The residences of two terrorists were blown up—one from LeT and the other from the JeM militant organization. The latter is believed to have been involved in the recent terror… pic.twitter.com/31kBNAwyT1