পহেলগাম হামলার পঞ্চম দিন! জাতিসংঘের নিন্দা, পাকিস্তানের ‘নিরপেক্ষ’ তদন্তের আহ্বান

পহেলগামে ২২ এপ্রিলের সন্ত্রাসী হামলার পঞ্চম দিনে ভারত-পাকিস্তান উত্তেজনা তুঙ্গে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি) হামলার তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে। ইউএনএসসি’র বিবৃতিতে বলা হয়, “এই জঘন্য সন্ত্রাসী কর্মকাণ্ডের পেছনে থাকা অপরাধী, সংগঠক ও পৃষ্ঠপোষকদের জবাবদিহি করতে হবে।” ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে শোক প্রকাশ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যের কথা বলেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ‘নিরপেক্ষ তদন্তের’ আহ্বান জানালেও, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) তাদের প্রাথমিক দায় স্বীকার অস্বীকার করে ‘মিথ্যা অভিযোগ’ বলে দাবি করেছে। এদিকে, ২৫-২৬ এপ্রিল রাতে পাকিস্তান সেনা এলওসি-তে বিনা উস্কানিতে গুলিবর্ষণ করলে ভারতীয় সেনা সংযত প্রতিক্রিয়া জানায়। ভারতীয় কর্তৃপক্ষ তিন সন্দেহভাজন সন্ত্রাসীর বাড়ি ধ্বংস করেছে, যেখানে বিস্ফোরক পাওয়া গেছে। পাকিস্তানের আকাশসীমা বন্ধের কারণে ভারতীয় বিমান সংস্থাগুলো বর্ধিত ফ্লাইট সময় ও যাত্রী সুবিধা নিশ্চিতে ডিজিসিএ’র পরামর্শ মেনে চলছে।
হামলার পর ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত ও সীমান্ত বন্ধ করায় পাকিস্তানের বাণিজ্য ও ওষুধ সরবরাহে সংকট দেখা দিয়েছে। বিশ্লেষকরা মনে করেন, এই সংকট কাশ্মীরের শান্তি ও অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদি হুমকি।