অপারেশন সিন্দুরে ৯০ সন্ত্রাসী নিহত, চীনের উদ্বেগ ও পাকিস্তানের ক্ষোভ

ভারতীয় সেনাবাহিনীর ‘অপারেশন সিন্দুর’-এ পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জৈশ-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তৈয়বার নয়টি ঘাঁটি ধ্বংস করা হয়েছে, প্রায় ৯০ সন্ত্রাসী নিহত। পহেলগামে ২৬ জনের হত্যার প্রতিশোধে রাফালে জেট ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মুরিদকের মারকাজ-ই-তৈয়বা ও বাহাওয়ালপুরের জাশ-সুবহানাল্লাহ ঘাঁটি লক্ষ্য করা হয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, “ভারতের সামরিক পদক্ষেপে দুঃখিত। ভারত-পাকিস্তানকে সংযম ও শান্তি বজায় রাখার আহ্বান জানাই।”
পাকিস্তান দাবি করেছে, হামলায় ৮ জন নিহত, ৩৫ জন আহত এবং তিনটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত। ভারত এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, “শুধু সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করা হয়েছে, বেসামরিক ক্ষতির অভিযোগ মিথ্যা।” প্রতিরক্ষা মন্ত্রণালয় পাকিস্তানের দাবিকে “অপপ্রচার” বলে উড়িয়ে দিয়েছে। বিশ্লেষকদের মতে, চীনের সংযমের আহ্বান পাকিস্তানের সমর্থনে কৌশলগত অবস্থান হলেও, ভারতের দ্বিপাক্ষিক নীতি তৃতীয় পক্ষের মধ্যস্থতা বাতিল করে।