ট্রাম্পের ঘোষণা-ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নিকটে

নিউ দিল্লি: ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির খুব কাছে আমরা পৌঁছে গেছি, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের সফরের সময় এই কথা বলেন ট্রাম্প, টাইমস অব ইস্রায়েল জানিয়েছে। এই ঘোষণায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি অনুযায়ী তেহরানের ওপর সামরিক হামলার সম্ভাবনা কমে এসেছে।
সৌদি আরব সফরের পর কাতারে দ্বিতীয় ধাপে ট্রাম্প বলেন, “আমরা হয়তো একটি চুক্তির খুব কাছে পৌঁছে গেছি, যা করতে গিয়ে আমাদের সামরিক পদক্ষেপ নিতে হবে না।” তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে খুবই গুরুত্ব সহকারে আলোচনা করছে এবং অনেক শর্তে দুই পক্ষই সম্মত হয়েছে। এর আগে ইরানও তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচিকে সীমাবদ্ধ করার কথা মেনে নিয়েছিল।
এর আগের কার্যকালে, ট্রাম্প ২০১৫ সালের যৌথ সমঝোতা পরিকল্পনা (JCPOA) বাতিল করেন যা প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে স্বাক্ষরিত হয়েছিল। একইসাথে তিনি “সর্বোচ্চ চাপ নীতি”র অংশ হিসেবে ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়িয়েছিলেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের ওপর চাপ দিয়েছিলেন ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করার জন্য, যাতে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। তবে ইরান বারবার দাবি করেছে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র গবেষণা ও চিকিৎসা উদ্দেশ্যেই সীমাবদ্ধ।