সুপ্রিম কোর্টের হুঙ্কার! রাজ্যকে ২৫% ডিএ দিতেই হবে

শুক্রবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) মামলায় বড় রায় ঘোষিত হল। বিচারপতি সঞ্জয় করোল ও মনোজ মিশ্রের বেঞ্চ রাজ্য সরকারকে অবিলম্বে ২৫% ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছে। প্রথমে আদালত ৫০% ডিএ দেওয়ার সুপারিশ করলেও রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি আপত্তি জানান, “এত টাকা দিলে রাজ্যের কোমর ভাঙবে। ডিএ সাংবিধানিক অধিকার নয়।” বিচারপতি করোল পাল্টা বলেন, “এরা আপনাদের কর্মী, অসুবিধার কোনো কারণ নেই।” তিনি উল্লেখ করেন, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল ও হাইকোর্টে কর্মীরা ছয়বার জিতেছেন। পরবর্তী শুনানি আগস্টে নির্ধারিত হয়েছে, তবে এই অন্তর্বর্তী নির্দেশে কর্মীদের মধ্যে খুশির হাওয়া।
রাজ্য সরকার বর্তমানে ১৮% ডিএ দিচ্ছে, সম্প্রতি ৪% বৃদ্ধির পর। কিন্তু কেন্দ্রীয় কর্মীরা ৫৫% ডিএ পান, ফলে ৩৭% ফারাক রয়েছে। দীর্ঘদিন ধরে রাজ্যের কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ-এর দাবিতে আন্দোলন করে আসছেন। এই রায় তাদের অধিকার প্রতিষ্ঠায় মাইলফলক। রাজ্যের আইনজীবী আর্থিক বোঝার কথা উল্লেখ করলেও আদালত স্পষ্ট করেছে, কর্মীদের প্রাপ্য মেটাতে হবে। এই নির্দেশ রাজ্যের আর্থিক চাপ বাড়ালেও কর্মীদের দীর্ঘ লড়াইয়ে নতুন আশা জাগিয়েছে।