কান্তারার প্রিক্যুয়েল আসছে ২০২৫-এ, নির্মাতাদের ঘোষণা মিলল অবশেষে

সাউথ ইন্ডিয়ান সুপারস্টার ঋষভ শেট্টির বহু আলোচিত ছবি কান্তারা এবার নতুন অধ্যায়ে পা রাখতে চলেছে। ভক্তদের মাঝে বহুদিন ধরেই চলছিল কান্তারা চ্যাপ্টার ১ নিয়ে জল্পনা-কল্পনা। তবে অবশেষে নির্মাতারা সেই সব গুজবে ইতি টেনে নিশ্চিত করেছেন, ‘কান্তারা চ্যাপ্টার ১’ মুক্তি পেতে চলেছে ২ অক্টোবর ২০২৫-এ। টিম কান্তারা তাদের এক্স (পূর্বতন টুইটার) অ্যাকাউন্টে পোস্ট করে জানিয়েছে, “আমরা পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছি এবং সিনেমা নির্ধারিত তারিখেই মুক্তি পাবে।”
প্রসঙ্গত, কান্তারা চ্যাপ্টার ১ একটি প্রিক্যুয়েল, যার গল্প মূল ছবির পূর্ববর্তী ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত হবে। নির্মাতাদের তরফে জানানো হয়েছে, এই ছবির বাজেট প্রায় ১২০ কোটি টাকা। ভক্তদের অনুরোধ করা হয়েছে, ভুল তথ্য বা গুজব থেকে দূরে থাকতে এবং অফিসিয়াল আপডেটের উপরেই ভরসা রাখতে। ছবিতে ঋষভ শেট্টির পাশাপাশি থাকবেন সপ্তমী গৌড়া, জয়রাম, যিশু সেনগুপ্ত এবং কিশোর। প্রযোজনায় আছেন বিজয় কিরাগান্দুর এবং পরিচালনায় নিজেই ঋষভ।
২০২২ সালে মুক্তিপ্রাপ্ত কান্তারা প্রথম পর্ব ছিল এক অভাবনীয় সাফল্য। মাত্র ২০ কোটির কম বাজেটে তৈরি ছবিটি বিশ্বব্যাপী আয় করেছিল ৪০০ কোটির বেশি। দক্ষিণের লোকজ সংস্কৃতির নিখুঁত উপস্থাপন এবং ঋষভের দুর্দান্ত অভিনয় দর্শককে মুগ্ধ করেছিল। এবার প্রিক্যুয়েল ঘিরে প্রত্যাশা আরও উঁচুতে। অনেকেই আশাবাদী, এটি সহজেই ১০০০ কোটির ঘর পার করতে পারবে।