৭০০০ আন্তর্জাতিক ছাত্রের পড়াশোনা সংকটে, ট্রাম্প নীতির বিরুদ্ধে আদালতে হার্ভার্ড

হার্ভার্ড ইউনিভার্সিটি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে, আন্তর্জাতিক ছাত্রদের ভর্তি বাতিল সংক্রান্ত আদেশকে কেন্দ্র করে। শুক্রবার বোস্টনের একটি ফেডারেল কোর্টে দায়ের করা মামলায় বিশ্ববিদ্যালয়টি দাবি করেছে, এই সিদ্ধান্ত মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী এবং অন্যান্য ফেডারেল আইনের “স্পষ্ট লঙ্ঘন”। হার্ভার্ড জানিয়েছে, প্রশাসনের এই আদেশে বিশ্ববিদ্যালয়ের অন্তত ৭ হাজার ভিসাধারী ছাত্র-ছাত্রীদের ওপর তাত্ক্ষণিক ও ধ্বংসাত্মক প্রভাব পড়েছে।
বিশ্ববিদ্যালয়ের মতে, “এই আদেশ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, গোটা আন্তর্জাতিক শিক্ষার্থীদের অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করছে। তারা আমাদের এক-চতুর্থাংশ শিক্ষার্থী, যাঁরা আমাদের একাডেমিক মিশনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।” হার্ভার্ড একটি অস্থায়ী স্থগিতাদেশ চেয়ে হোমল্যান্ড সিকিউরিটিকে এই সিদ্ধান্ত কার্যকর করতে বাধা দেওয়ার পরিকল্পনা করছে।
মূলত, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অভিযোগ, হার্ভার্ড চীনা আধাসামরিক সংস্থার সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে এবং ইহুদি ছাত্রদের নিরাপত্তা নিয়ে অবহেলা করছে। এসব অভিযোগের ভিত্তিতে, SEVP (Student and Exchange Visitor Program) অনুযায়ী আন্তর্জাতিক ছাত্রদের ৭২ ঘণ্টার মধ্যে স্থানান্তর বা দেশে ফেরত যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে আদালতে বিষয়টি ওঠায় এখন কিছুটা আশার আলো দেখছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।