আজ রাতেই তাণ্ডবের আশঙ্কা, মুম্বাইয়ে রেড অ্যালার্ট-IMD-এর সতর্কতা জারি

মহারাষ্ট্র জুড়ে বেমৌসুমি বৃষ্টির দাপটে জনজীবন বিপর্যস্ত। মুম্বাই সহ উপকূলবর্তী অঞ্চলে আজ শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (IMD)। শহরের জন্য জারি হয়েছে রেড অ্যালার্ট। নাগরিকদের জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে না বেরোনোর পরামর্শ দিয়েছে প্রশাসন। রাত ১০টার পর সমুদ্রে চার থেকে পাঁচ মিটার উচ্চতার জলোচ্ছ্বাস ওঠার আশঙ্কায় সাগরের ধারে না যাওয়ার নির্দেশ দিয়েছে মুম্বই পুরসভা।
গত কয়েকদিন ধরেই মুম্বাই ও আশেপাশের অঞ্চলে লাগাতার বৃষ্টিপাত হচ্ছে। যার ফলে বহু এলাকায় জল জমে গেছে, বিঘ্নিত হয়েছে যান চলাচল। বিশেষ করে কৃষকদের মধ্যে দেখা দিয়েছে চরম উদ্বেগ। “এই সময়ে এমন বৃষ্টি আমাদের চাষের জন্য মারাত্মক ক্ষতিকর,” বলেন থানে জেলার এক কৃষক। আবহাওয়া দফতর জানিয়েছে, কিছু কিছু এলাকায় ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি।
এদিকে, কেরালায় ২৫ মে নাগাদ মৌসুমী বায়ু (মনসুন) আগমনের সম্ভাবনার কথা জানিয়েছে IMD। ২০০৯ সালের পর এই প্রথম এত তাড়াতাড়ি বর্ষা আসছে দেশে। এই বছর স্বাভাবিকের তুলনায় ১০৭% বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও উত্থাপিত হয়েছে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও কৃষিক্ষেত্রে প্রভাব পড়ার আশঙ্কা বাড়ছে।