কুশ মৈনীর জয়, আনন্দ মাহিন্দ্রার উচ্ছ্বাস—ভারত পেল নতুন চ্যাম্পিয়ন

কুশ মৈনীর জয়, আনন্দ মাহিন্দ্রার উচ্ছ্বাস—ভারত পেল নতুন চ্যাম্পিয়ন

মোনাকোর বর্ণময় রাস্তায় শনিবার চিরস্মরণীয় দিন কাটালেন কুশ মৈনী। আইকনিক স্ট্রিট সার্কিটে ফর্মুলা ২ স্প্রিন্ট রেসে জয়ী হয়ে প্রথম ভারতীয় চালক হিসেবে ইতিহাস গড়লেন তিনি। এ ছিল তার প্রথম এফ২ জয় এবং ড্যামস লুকাস অয়েল দলের হয়েও প্রথম পডিয়াম ফিনিশ।

রিভার্স গ্রিড নিয়মে পোল পজিশন থেকে শুরু করে, মৈনী গোটা ৩০ ল্যাপ ধরে আত্মবিশ্বাসের সঙ্গে নেতৃত্ব দেন। “পোডিয়ামে উঠে জাতীয় সঙ্গীত গাওয়া জীবনের অন্যতম সেরা মুহূর্ত। আমি ড্যামস টিম ও সকল সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই,” বলেন আবেগঘন কুশ।

এ জয় যেমন আত্মবিশ্বাস ফিরিয়েছে, তেমনি জাগিয়েছে জাতীয় গর্ব। শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা সোশ্যাল মিডিয়ায় লেখেন, “তুমি মাথা উঁচু করে দাঁড়িয়েছো কুশ, আর তোমার সঙ্গে দাঁড়িয়েছে গোটা দেশ।” একইভাবে, গৌতম সিংহানিয়া ও TVS Racing, যাঁরা দীর্ঘদিন মৈনীর পৃষ্ঠপোষক, তাঁরা উপস্থিত ছিলেন বিজয়ের মুহূর্তে।

এক কঠিন মৌসুমের পর এই জয় মৈনীর জন্য মোড় ঘোরানো মুহূর্ত। সামনে বার্সেলোনা রাউন্ডে কুশের লক্ষ‍্য—এই গতি ও মনোবল ধরে রাখা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *