গাজিপুরে বুলেটের দাবিতে নির্যাতন, স্ত্রীর ছবি-ভিডিও ভাইরাল

গাজিপুরে বুলেটের দাবিতে নির্যাতন, স্ত্রীর ছবি-ভিডিও ভাইরাল

উত্তর প্রদেশের গাজিপুর জেলার ভান্বরকোল এলাকায় এক তরুণী তার স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা দায়ের করেছেন। অভিযোগ, দহেজ হিসেবে বুলেট বাইক না পেয়ে স্বামী আদিত্য যাদব তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন। এমনকি স্ত্রীর ছবি-ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল করে তার খ্যাতি নষ্টের চেষ্টা চালাচ্ছেন। ভুক্তভোগী তরুণীর বিবাহ হয়েছিলো ফতেপুর সিকন্দর থানার আদিত্য যাদবের সঙ্গে এই বছরের জানুয়ারিতে।

নির্যাতন, মানহানি ও পুলিশের হস্তক্ষেপ

বিবাহের মাত্র এক সপ্তাহ পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন তাকে নির্যাতন শুরু করে। অভিযোগ, মার্চ ২০২৫ এর হোলি উৎসবের আগে সমস্ত গয়না নিয়ে তাকে মায়ের বাড়িতে পাঠানো হয়। শর্ত ছিল, বুলেট বাইকের জন্য দেড় লক্ষ টাকা নিয়ে না এলে বাড়িতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। গরীব পরিবারের কষ্ট বুঝিয়ে তরুণী আর্থিক ক্ষমতার বাইরে থাকার কথা জানালেও স্বামী ফোনে গালিগালাজ করে, পারিবারিক সদস্যদেরও হুমকি দেয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, ওই তরুণী গত ২৪ মে ভান্বরকোল থানায় স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

সামাজিক মাধ্যমে ছবি-ভিডিও ভাইরালের চরম প্রতিবাদ

ভুক্তভোগী তরুণী জানান, স্বামী সামাজিক মাধ্যমে তার ব্যক্তিগত ছবি-ভিডিও বিকৃতভাবে ছড়িয়ে মানহানি করছে। ইতোমধ্যে থানায় অভিযোগ দিলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। অবশেষে পুলিশের উচ্চতর পর্যায়ে অভিযোগ জানানো হলে ২৪ মে ঘটনায় মামলা রুজু হয়। এই ঘটনায় দেহেজের বিরুদ্ধেও সামাজিক সচেতনতার প্রয়োজনীয়তাকে আবারো সামনে নিয়ে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *