ইমরানের হুঁশিয়ারি: ‘পুতুল সরকার নয়, সেনার সঙ্গেই কথা বলব!’

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান জেলবন্দি অবস্থায় শেহবাজ শরিফের সরকারকে ‘পুতুল সরকার’ আখ্যা দিয়ে তীব্র কটাক্ষ করেছেন। শনিবার তিনি বলেছেন, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) সরকারের কোনও বাস্তব ক্ষমতা নেই, তাই তাদের সঙ্গে আলোচনা অর্থহীন। তিনি জোর দিয়ে বলেন, তিনি শুধুমাত্র সামরিক প্রতিষ্ঠানের সঙ্গে জাতীয় স্বার্থে আলোচনা করবেন। ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পর সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের দ্বিচারিতা বিশ্বের সামনে উন্মোচিত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। ২০২৩ সালের অগাস্ট থেকে আদিয়ালা জেলে বন্দি ইমরান দাবি করেছেন, তাঁর ও পিটিআই সদস্যদের বিরুদ্ধে ভিত্তিহীন মামলা, অপহরণ ও জোরপূর্বক সাংবাদিক বৈঠকের মাধ্যমে দলকে দুর্বল করার চেষ্টা চলছে।
ইমরান খান আরও বলেন, ২০২৩ সালের ৯ মে-এর ঘটনা একটি ‘মিথ্যা প্রচার’ ছিল, যার লক্ষ্য ছিল পিটিআইকে ভাঙা। তিনি দাবি করেন, সেই ঘটনার কোনও সিসিটিভি ফুটেজ এখনও প্রকাশ করা হয়নি, যা সত্য উন্মোচন করতে পারে। ত Quaote: পাকিস্তানে আইনের শাসন ভেঙে পড়েছে, জঙ্গলরাজ চলছে বলেও তিনি মন্তব্য করেন। বর্তমান সরকারের বিরুদ্ধে তাঁর অভিযোগ, ‘ফর্ম-৪৭’ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা এই সরকার অবৈধ। ইমরানের এই বক্তব্য পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক গতিবিধির উপর নতুন আলোকপাত করেছে, যা দেশটির অভ্যন্তরীণ সংকটকে আরও স্পষ্ট করে তুলেছে।