উর্দি চুরি করে দাদাগিরি! কসবায় ধরা পড়ল সিভিক ভলান্টিয়ার

উর্দি চুরি করে দাদাগিরি! কসবায় ধরা পড়ল সিভিক ভলান্টিয়ার

কলকাতার কসবা এলাকায় কনস্টেবলের উর্দি চুরি করে মদ্যপ অবস্থায় তোলাবাজির অভিযোগে ধরা পড়েছেন প্রগতি ময়দান থানার সিভিক ভলান্টিয়ার নীরজ সিং। বৃহস্পতিবার রাতের এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। অভিযোগ, নীরজ মদ্যপ অবস্থায় কসবা থানা এলাকায় ঘোরাফেরা করছিলেন এবং স্থানীয়দের সঙ্গে আগ্রাসী আচরণ করেন। সন্দেহজনক গতিবিধি দেখে এলাকাবাসী ১০০ নম্বরে ফোন করলে কসবা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে জিজ্ঞাসাবদ্ধ করে। তখনই জানা যায়, নীরজ কনস্টেবল নন, বরং সিভিক ভলান্টিয়ার। পুলিশের বিরুদ্ধে উর্দি চুরি ও তোলাবাজির অভিযোগে তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

জানা গেছে, নীরজ প্রায়ই পুলিশ বারাকে যাতায়াত করতেন এবং সেখানে মদ্যপান করতেন। ঘটনার দিন সন্ধ্যায় মদের আসরে বসে তিনি সম্ভবত এক কনস্টেবলের উর্দি চুরি করেন। এরপর উর্দি পরে বাইকে করে কসবায় গিয়ে দাদাগিরি ও তোলাবাজি শুরু করেন। এই ঘটনায় কলকাতা পুলিশ মহলে অস্বস্তি ছড়িয়েছে। সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা ও তাদের উপর নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। পুলিশ তদন্ত শুরু করেছে, এবং এই ঘটনা সিভিক ভলান্টিয়ারদের কার্যকলাপের নিয়ম-কানুন কঠোর করার বিষয়ে আলোচনার সূত্রপাত করতে পারে।

(শব্দ সংখ্যা: ২২৫)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *