অ্যাপল কেন ভারতে আইফোন তৈরি করতে চায়? নীতি আয়োগের সিইও’র ব্যাখ্যা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কাতারের রাজধানী দোহায় বলেন, তিনি অ্যাপলের সিইও টিম কুককে আইফোন উৎপাদন ভারতে না করে যুক্তরাষ্ট্রে করার আহ্বান জানিয়েছেন। তবে এই আহ্বানের পরও অ্যাপল ভারতের উৎপাদন বাড়ানোর পথে অবিচল। শুধু তাই নয়, ভারতেই গত পাঁচ দিনে প্রায় ১২,৮০০ কোটি টাকার বিনিয়োগ করেছে আইফোন ম্যানুফ্যাকচারার ফক্সকন। তাছাড়া, তাইওয়ানের কো ম্পা নি হন হাই প্রিসিশনও ভারতে ১৫০ মিলিয়ন ডলারের বিনিয়োগ করেছে। এসব উদ্যোগের পেছনে রয়েছে ট্রাম্পের হুমকির মধ্যেও ভারতে সাশ্রয়ী উৎপাদনের সম্ভাবনা।
নীতি আয়োগের সিইও বি ভি আর সুব্রহ্মণ্যম জানিয়েছেন, ট্রাম্প যদি ভারতে তৈরি আইফোনে ২৫% ট্যারিফ আরোপ করেন তবুও তা আমেরিকায় তৈরি আইফোনের তুলনায় সস্তা হবে। ভারতের উৎপাদন খরচ কম হওয়ায় অ্যাপল ভারতে উৎপাদন চালিয়ে যাওয়াই যুক্তিযুক্ত মনে করছে। এছাড়া, ট্রাম্পের চিনের ওপর উচ্চ ট্যারিফ আরোপের কারণে অ্যাপল ইতিমধ্যেই ভারতে উৎপাদন বাড়াচ্ছে, যা আন্তর্জাতিক অর্থনীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত।
বিশ্লেষকরা বলছেন, অ্যাপলের সবচেয়ে বেশি উৎপাদন এশিয়াতে হলেও, যুক্তরাষ্ট্রে উৎপাদন শিফট করলে আইফোনের দাম বহুগুণ বেড়ে যাবে। সেজন্য কো ম্পা নি ভারতেই বিনিয়োগ বাড়াচ্ছে। ট্রাম্পের চাপ সত্ত্বেও ভারতীয় বাজার ও উৎপাদন কাঠামো অ্যাপলের জন্য বেশ আকর্ষণীয়, যা ভবিষ্যতে বিশ্ববাজারে এর প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে।