জাতিগত জনগণনা ও অপারেশন সিন্দুর নিয়ে এনডিএ মুখ্যমন্ত্রীরা একমত, জানালেন নাড্ডা

রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ দলের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা সংবাদ সম্মেলনে জানান, এই বৈঠকে ২০ জন মুখ্যমন্ত্রী এবং ১৮ জন উপমুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। বিশেষ করে অপারেশন সিন্দুর এবং জাতিগত জনগণনা নিয়ে আলোচনা চালানো হয়। নাড্ডা বলেন, “আমরা স্পষ্ট করেই বলেছি, আমরা জাতি নিয়ে রাজনীতি করি না; বরং পিছিয়ে পড়া, বঞ্চিত ও শোষিত সমাজকে প্রধান স্রোতে ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য। এটি সমাজের জন্য অপরিহার্য।”
জাতিগত জনগণনার প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে এবং প্রধানমন্ত্রী মোদীর এই সিদ্ধান্তের প্রশংসা করা হয়েছে। অপারেশন সিন্দুরের প্রসঙ্গে নাড্ডা উল্লেখ করেন, “সেনাবাহিনীর সাহসিকতা এই বৈঠকে বিশেষভাবে স্বীকৃতি পেয়েছে।” এই অপারেশন পাকিস্তান-প্রায়োজিত সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে এক প্রখর জবাব হিসেবে ধরা হয়, যা পাহলগামের সন্ত্রাসী হামলার পর পরিচালিত হয়।
বৈঠকে বিভিন্ন মুখ্যমন্ত্রী নিজেদের রাজ্যের গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ইউনিফায়েড সিভিল কোড নিয়ে কথা বলেন, ছত্তীসগড়ের সম্রাট চৌধুরী নক্সল বিরোধী প্রচেষ্টা তুলে ধরেন, আর আসামের হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন জবরদস্তি বিয়ে রোধের পদক্ষেপের কথা। পাশাপাশি, ইউপির যোগী আদিত্যনাথ প্রজেক্ট অলংকারের মাধ্যমে সরকারি স্কুল-কলেজের অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। এনডিএ মুখ্যমন্ত্রীদের এই সম্মিলিত আলোচনায় দেশের উন্নয়ন এবং সুরক্ষায় নতুন দিকনির্দেশনার সূচনা হলো।