মাত্র ৪২ মিনিটে দিল্লি থেকে মেরঠ: আগামী মাসে শুরু হচ্ছে ‘নমো ভারত’ র্যাপিড ট্রেন

দিল্লি ও মেরঠের মধ্যে যাতায়াতে এক নতুন দিগন্তের সূচনা হতে চলেছে ‘নমো ভারত’ র্যাপিড ট্রেনের মাধ্যমে। আগামী ১৫ জুনের পর দিল্লির সরায় কালে খাঁ থেকে মেরঠের মোদীপুরম পর্যন্ত ট্রেন চলাচলের সম্ভাবনা রয়েছে। জাতীয় রাজধানী অঞ্চলের পরিবহন কর্পোরেশন (NCRTC) সূত্রে জানা গেছে, ৮২ কিমি দীর্ঘ এই করিডোর চালু হলে মাত্র ৪২ মিনিটে এই পথ অতিক্রম করা যাবে। বর্তমানে ৫৫ কিমি রুট চালু থাকলেও বাকি ২৭ কিমির কাজ দ্রুত এগোচ্ছে।
এনসিআরটিসি-র ম্যানেজিং ডিরেক্টর শলভ গোয়েল সম্প্রতি করিডোরের কাজ পরিদর্শন করেন। তিনি শতাব্দীনগর থেকে মোদীপুরম পর্যন্ত নির্মাণ কার্য খতিয়ে দেখেন এবং নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। গোয়েল বলেন, “কাজের গতি এবং মান নিয়ে আমি সন্তুষ্ট। ১৫ জুনের পর রুটটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে।”
প্রসঙ্গত, ২০২৩ সালের ২১ অক্টোবর এই প্রকল্পের ১৭ কিমির প্রথম ধাপ চালু হয়েছিল। এরপর থেকে একাধিক ধাপে করিডোরের সম্প্রসারণ হয়েছে। দিল্লির সাহিবাবাদ থেকে নিউ অশোক নগর পর্যন্ত অংশটি উদ্বোধন হয় ৫ জানুয়ারি ২০২৫। ‘নমো ভারত’ ট্রেন দেশের দ্রুততম এবং আধুনিক রেলপরিষেবা হিসেবে ইতিমধ্যেই মানুষের আগ্রহ কুড়িয়েছে।