স্কুলের অবৈধ ফি আদায় রুখতে জেলা প্রশাসনের বড় শাসন, ৩ দিনে জরিমানা জমা দিতে নির্দেশ

উত্তরাখণ্ডের রাজধানী দেহরাদুনে এক বেসরকারি স্কুলের বিরুদ্ধে অযথা ফি আদায়ের অভিযোগে জেলা প্রশাসন কঠোর ব্যবস্থা নিয়েছে। ‘দ্য প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল’ পেরেন্টদের কাছ থেকে অনিয়মিত ও অতিরিক্ত ফি সংগ্রহ করছিল। বিষয়টি নিয়ে ১০০-র বেশি অভিভাবক জেলা ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ করেন। দ্রুত তদন্ত শুরু করে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের নির্দেশে সিডিও তদন্তে গিয়ে জানতে পারেন, স্কুলের সরকারি অনুমোদন পঞ্চবছর আগে বাতিল হয়ে গিয়েছে, তবুও তারা অনুমোদন পুনরায় করানোর জন্য কোনো আবেদন করেনি এবং নিয়মিত স্কুল চালিয়ে আসছিল।
তদন্তে উঠে আসে যে, স্কুল প্রশাসন বেআইনি ফি আদায় করছিল এবং সরকারি নিয়মনীতি মানছিল না। এই অপরাধে জেলা প্রশাসন স্কুলের বিরুদ্ধে ‘শিক্ষা অধিকার আইন’ অনুযায়ী ৫ লাখ ২০ হাজার টাকার জরিমানা ধার্য করে। প্রশাসন জানিয়েছে, তিন দিনের মধ্যে জরিমানাটি জমা দিতে হবে। তা না হলে তারা ভুমি রাজস্বের মাধ্যমে এই টাকা আদায় করবে।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কার সিং ধামীয়ের নির্দেশে বেসরকারি স্কুলগুলোর বেআইনি কর্মকাণ্ড রুখতে জেলা প্রশাসনের এই কঠোর পদক্ষেপ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের ব্যবস্থা অভিভাবকদের জন্য বড় স্বস্তির এবং স্কুলগুলোর দায়িত্বশীল আচরণের পথপ্রদর্শক হবে।