আজ ভারতের বাজারে Neo 10’র দুর্দান্ত লঞ্চ, আসছে ৬ নতুন স্মার্টফোনের ধামাকা

আজ ভারতের বাজারে Neo 10’র দুর্দান্ত লঞ্চ, আসছে ৬ নতুন স্মার্টফোনের ধামাকা

Neo 10 আজ ভারতে লঞ্চ, এই সপ্তাহে আসছে ৬টি নতুন স্মার্টফোন
ফোন পরিবর্তনের চিন্তা করছেন? তাহলে একটু ধৈর্য ধরুন। এই সপ্তাহেই ভারতীয় বাজারে iQOO Neo 10 সহ মোট ছয়টি নতুন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। আইকু, রিয়েলমি, মটোরোলা এবং টেকনো এর মত বড় ব্র্যান্ডগুলোর প্রত্যেকটি ফোনের ফিচার নিয়ে ইতিমধ্যেই কো ম্পা নিগুলো নিশ্চিত করেছে।

iQOO Neo 10 আজ দুপুর ১২টায় লঞ্চ হবে এবং অ্যামাজন থেকে কেনা যাবে। এই ফোনে iQOO Q1 সুপারকম্পিউটিং চিপ ও Snapdragon 8S Gen 4 প্রসেসর থাকবে। এছাড়াও এতে থাকবে ভাপার কুলিং চেম্বার, বাইপাস চার্জিং, ৩০০ হাট্‌জ ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট, ১২০ ওয়াট ফাস্ট চার্জিং, ৭০০০mAh ব্যাটারি যা মাত্র ১৯ মিনিটে ৫০% চার্জ হবে। ডিসপ্লে হবে ১.৫কে রেজোলিউশনের ৫৫০০ নিটস ব্রাইটনেস সহ অ্যামোলোড ও ১৪৪ হাট্‌জ রিফ্রেশ রেটের।

আগামী ফোন লঞ্চের দিন ও ফিচার
২৭ মে দুপুর ১২টায় Alcatel V3 Ultra 5G ভারতে আসবে। এটি প্রথম ফোন যেখানে নেক্সটপেপার ডিসপ্লে ব্যবহার করা হবে। ৫০১০mAh ব্যাটারি, ৩৩ ওয়াট চার্জিং, ৬.৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ১০৮ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা, ৮GB র‍্যামের সঙ্গে ৮GB ভার্চুয়াল র‌্যাম থাকবে।

২৭ মে দুপুর ১:৩০টায় Realme GT 7 লঞ্চ হবে, যার ব্যাটারি ক্ষমতা ৭০০০mAh এবং মাত্র ১৫ মিনিটে ৫০% চার্জ হবে। এতে মিডিয়াটেক D9400E চিপসেট ব্যবহৃত হয়েছে। ক্যামেরা সিস্টেমে ৫০MP প্রাইমারি এবং ৩২MP সেলফি ক্যামেরা থাকবে।

২৭ মে একই সময়ে Realme GT 7T লঞ্চের কথা রয়েছে, যদিও এর বিস্তারিত তথ্য এখনও প্রকাশ পায়নি।

২৮ মে দুপুর ১২টায় Motorola Razr 60 ফ্লিপকার্টে লঞ্চ হবে। এতে ৫০MP প্রাইমারি, ১৩MP আল্ট্রা ওয়াইড ও ম্যাক্রো ক্যামেরা ও ৩২MP সেলফি ক্যামেরা থাকবে। এছাড়া গোরিলা গ্লাস ভিক্টাস স্ক্রিন, ১২০ হাট্‌জ রিফ্রেশ রেট এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০X প্রসেসর থাকবে।

Tecno POVA CURVE 5G আসছে ২৯ মে
২৯ মে দুপুর ১২টায় Tecno’র নতুন ৫জি ফোন POVA CURVE লঞ্চ হবে। এতে থাকবে স্টারশিপ অনুপ্রাণিত ডিজাইন, কার্ভড অ্যামোলোড ডিসপ্লে, এবং AI ফিচার যেমন ক্লিক টু সার্চ ও AI প্রাইভেসি ব্লার।

এই নতুন ফোনগুলোর আগমন বাজারে ধুম ফেলা নিশ্চিত। যারা ফোন বদলাতে চাইছেন তাদের জন্য এখন অপেক্ষার পালা মাত্র।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *