কপিল শর্মার প্রিয় ফটোগ্রাফার দাস দাদা আর নেই, মৃত্যুর আগে বলেছিলেন হৃদয়বিদারক কথা

নেটফ্লিক্সে শুরু হচ্ছে কপিল শর্মার জনপ্রিয় শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’র তৃতীয় সিজন। এবারের উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে থাকছেন বলিউডের ভাইজান সালমান খান। তবে শো শুরুর এই আনন্দঘন মুহূর্তে অনুপস্থিত থাকবেন এক বিশেষ মানুষ—কপিলের বিশ্বস্ত ফটোগ্রাফার ‘দাস দাদা’, যাঁর আসল নাম ছিল কৃষ্ণ দাস। কয়েকদিন আগেই তাঁর মৃত্যু হয়, বয়স হয়েছিল ৭১।
দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে চলে গেলেন এই বর্ষীয়ান শিল্পী। তিনি ‘কমেডি সার্কাস’ থেকে কপিলের সঙ্গে যুক্ত ছিলেন এবং শো-এর সব ছবি তিনিই তোলেন। সিনে স্টিল টিভি অ্যান্ড মোশন ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতুল রাজকুলে জানান, মৃত্যুর কিছুদিন আগে কৃষ্ণ দাস তাঁকে বলেছিলেন, “তুমি তো এলে না আমাকে দেখতে, এবার আমার ময়্যেতে এসো।” এই কথা আজও তাঁকে নাড়া দেয়।
কপিলের পাশে ছায়ার মতো ছিলেন দাস দাদা
কৃষ্ণ দাস, যাঁকে সবাই ‘দাস দাদা’ বলে ডাকতেন, একসময় বিভিন্ন প্রযোজনা সংস্থার হয়ে বড় ছবির স্টিল ফটোগ্রাফি করতেন। পরে স্বাধীনভাবে কাজ শুরু করেন এবং কপিল শর্মার সঙ্গে জুড়ে যান। তখন থেকেই ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’ এবং অন্যান্য কমেডি শো-তে তাঁর উপস্থিতি অনিবার্য ছিল।
পরিবারে কে কে রয়েছেন?
প্রায় ছয় মাস আগে তাঁর স্ত্রী মারা যান, এরপর মানসিকভাবে তিনি ভেঙে পড়েন। তাঁর এক পুত্র ও কন্যা রয়েছে। ছেলে একজন ভালো ফটোগ্রাফার এবং বাবার দেখাশোনা করছিলেন।
কপিল শর্মা কি পাশে ছিলেন?
করোনা সময়েও কপিল শর্মা ঘরে বসেই তাঁর বেতনের ব্যবস্থা করেছিলেন। এমনকি অসুস্থতার সময় বড় হাসপাতালে চিকিৎসার প্রস্তাবও দেন। যদিও দাস দাদার পরিবার নিজেরাই খরচ বহন করেছিল। তবে কপিল সবসময় তাঁদের পাশে ছিলেন—এটাই ছিল তাঁদের সম্পর্কের প্রকৃত রূপ।
(দ্রষ্টব্য: এই প্রতিবেদনটি ধর্মীয় বা চিকিৎসাগত পরামর্শ নয়। এটি একটি মানবিক সংবাদ প্রতিবেদন মাত্র।)