কালিয়াচকে শ্যুটআউটে গুলিবিদ্ধ যুবক, গ্যাং ওয়ারে গ্রেপ্তার ২ দুষ্কৃতী

মালদহের কালিয়াচকের মোজামপুর ফের শিরোনামে। রবিবার রাতে স্থানীয় বাসিন্দা করিম খান তাঁর লিচুবাগান পাহারা দেওয়ার সময় গুলিবিদ্ধ হন। এই শ্যুটআউটের পেছনে এলাকার দখল ও মাদক পাচার নিয়ন্ত্রণের গ্যাং ওয়ারের আশঙ্কা করছে পুলিশ। ঘটনার পর তদন্তে নেমে পুলিশ সেখ ওয়াশেদ আলি (৫৫) ও মহম্মদ হামিদুল সেখ (২৭), হারুচকের বাসিন্দা বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে। মালদহ পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, “করিমের স্ত্রীর এফআইআরের ভিত্তিতে মামলা রুজু হয়েছে। ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে।”
রাত সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে গুলির শব্দে কেঁপে ওঠে মোজামপুর। করিমের আর্তনাদ শুনে স্থানীয়রা ছুটে গিয়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়া দেখেন। তড়িঘড়ি তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে রাতেই অস্ত্রোপচারে তাঁর পেট থেকে গুলি বের করা হয়। করিম এখনও বিপদমুক্ত নন। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মোজামপুরে ব্রাউন সুগার পাচার ও চোরাচালানের নিয়ন্ত্রণ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের গ্যাং ওয়ার চলছে। স্থানীয় বাসিন্দা আব্দুল হক বলেন, “এই এলাকায় অপরাধ বন্ধ না হলে আমাদের শান্তি নেই।”
মোজামপুর দীর্ঘদিন ধরে মাদক পাচার ও চোরাচালানের কেন্দ্র। পুলিশ ও এনআইএ’র অভিযানে কিছু দুষ্কৃতী গ্রেপ্তার হলেও, গোষ্ঠীকোন্দল ফের মাথাচাড়া দিয়েছে। পুলিশ মনে করছে, এলাকার দখল নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষই এই শ্যুটআউটের কারণ। যাদব জানান, “আমরা গ্যাং নির্মূল করতে নজরদারি ও ধরপাকড় অব্যাহত রেখেছি।” তবে, স্থানীয়রা অভিযোগ করেন, দুষ্কৃতীদের দাপট কমলেও পুরোপুরি শেষ হয়নি। এই ঘটনা মোজামপুরের অশান্ত পরিস্থিতিকে ফের প্রকাশ্যে এনেছে।