হলুদ লাইন অতিক্রমে কঠোর শাস্তি, ১ জুন থেকে নতুন নিয়মে সতর্ক মেট্রো

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা মেট্রো স্টেশনে হলুদ লাইন পেরোনোর অভ্যাস এখন থেকে পড়বে ভারী! সোমবার কর্তৃপক্ষ নতুন নিয়ম জারি করে জানিয়েছে, ১ জুন থেকে মেট্রো আসার আগে কেউ অপ্রয়োজনীয়ভাবে হলুদ লাইন অতিক্রম করলে ২৫০ টাকা জরিমানা গুনতে হবে। বারবার সতর্কতা সত্ত্বেও যাত্রীরা নিয়ম উপেক্ষা করায় এই কঠোর পদক্ষেপ। মেট্রোর এক আধিকারিক বলেন, “যাত্রীদের নিরাপত্তার জন্যই এই নিয়ম। হলুদ লাইন পেরিয়ে অনেকে বিপদ ডেকে আনছেন।”
প্ল্যাটফর্মে হলুদ লাইনের ওপর দাঁড়ানো বা তা টপকে ট্রেনের জন্য ঝুঁকে দেখার প্রবণতা দীর্ঘদিনের। কেউ তাড়াহুড়োয়, কেউ কৌতূহলে এই ঝুঁকি নেন, যা বহুবার দুর্ঘটনার কারণ হয়েছে। স্থানীয় যাত্রী রমেশ দাস বলেন, “অনেকে ভাবেন, লাইনের কাছে দাঁড়ালে তাড়াতাড়ি উঠতে পারবেন। কিন্তু এটা খুবই বিপজ্জনক।” মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এই নিয়ম লঙ্ঘনকারীদের শনাক্ত করতে সিসিটিভি নজরদারি বাড়ানো হবে। জরিমানার পাশাপাশি সচেতনতা বাড়াতে প্রচারও চলবে।
নতুন নিয়ম যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ফেলেছে। যাত্রী শর্মিলা বসু বলেন, “জরিমানা ঠিক আছে, তবে স্টেশনে ভিড় নিয়ন্ত্রণে আরও পদক্ষেপ দরকার।” বিশেষজ্ঞরা মনে করেন, এই পদক্ষেপ নিরাপত্তা বাড়াবে, তবে জনসাধারণের সহযোগিতা জরুরি। মেট্রোর এই কঠোরতা যাত্রীদের সুরক্ষার জন্যই, তবে নিয়ম না জানলে বিপদ এড়াতে সচেতন হওয়া এখন সময়ের দাবি।