দালালের সহায়তায় নদিয়ায় অনুপ্রবেশ, পুলিশের জালে ১০ বাংলাদেশি

দালালের সহায়তায় নদিয়ায় অনুপ্রবেশ, পুলিশের জালে ১০ বাংলাদেশি

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের ঘটনা থামছেই না। নদিয়ার ধানতলা থানার পুলিশ সোমবার গোপন সূত্রে খবর পেয়ে কুলগাছি গ্রামে অভিযান চালিয়ে ১০ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে। ধৃতরা দালালদের মাধ্যমে মোটা টাকার বিনিময়ে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গেছে, এরা প্রায় এক বছর আগে গুজরাটে প্রবেশ করেছিল এবং সম্প্রতি নদিয়ায় এসে বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছিল।

ধৃতদের নাম ফারজানা মোল্লা, নাজমিন মোল্লা, আদারি মোল্লা, রিক্তা মোল্লা, সাথী মোল্লা, রাবিয়া মোল্লা, শামিম মোল্লা, মুরাদ মোল্লা, ইকবাল মোল্লা ও আজম মোল্লা। পুলিশ জানায়, এরা বাংলাদেশের রাজশাহী অঞ্চলের বাসিন্দা। গ্রেফতারের পর তাদের রানাঘাট আদালতে হাজির করা হয়, এবং জেরার জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। স্থানীয় বাসিন্দা রমেশ হালদার বলেন, “সীমান্ত এলাকায় এমন ঘটনা বারবার ঘটছে। দালালদের কারণে এরা সহজেই ঢুকে পড়ছে।”

পুলিশের তদন্তে জানা গেছে, এই অনুপ্রবেশকারীরা দালালদের মাধ্যমে ভারতে প্রবেশ করে নানা কাজে যুক্ত হয়েছিল। তাদের কোনও নাশকতার পরিকল্পনা ছিল কিনা, তা জানতে দফায় দফায় জেরা চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। নদিয়ায় এখনও পর্যন্ত ৪৯০-এর বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার হয়েছে। পুলিশ এখন দালাল চক্রের মূল পাণ্ডাদের ধরতে তল্লাশি জোরদার করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *