সীমান্তবর্তী রায়গঞ্জে রাতের আকাশে রহস্যময় ড্রোন, বাড়ছে জল্পনা
/indian-express-bangla/media/media_files/2025/05/27/6jdpA7asFZb0vmB5NZED.jpg?w=640&resize=640,360&ssl=1)
ফের বাংলার আকাশে রহস্যময় আলোর আনাগোনা। গত সোমবার সন্ধ্যায় উত্তর দিনাজপুর জেলার সীমান্তবর্তী রায়গঞ্জের আকাশে ছোট ছোট আলোকবিন্দুকে নড়াচড়া করতে দেখে স্থানীয়দের মধ্যে ব্যাপক শোরগোল পড়েছে। যদিও এই আলোর উৎস কী, তা এখনও পরিষ্কার নয়। রায়গঞ্জের পুলিশ সুপার সানা আখতার অবশ্য দাবি করেছেন, আকাশে ঘুরতে থাকা এই আলোকবিন্দুগুলি ড্রোন নয়।
সাম্প্রতিক অতীতে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর সীমান্তবর্তী রাজ্যগুলিতে পাকিস্তানি ড্রোনের আনাগোনা নজরে এসেছে। কখনও নজরদারির উদ্দেশ্যে, আবার কখনও হামলার ছক কষে প্রতিবেশী দেশ থেকে উড়ে এসেছে এই ধরনের ড্রোন। সম্প্রতি কলকাতার রাতের আকাশে সাতটি ড্রোন উড়তে দেখা যায়, যা নিয়ে রহস্য দানা বেঁধেছে। এরপর থেকেই রাজ্যের বিভিন্ন জেলার আকাশে রহস্যময় আলোর ঘোরাঘুরির খবর মিলছে। গত সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আটটা নাগাদ রায়গঞ্জের আকাশে এমন রহস্যময় আলো দেখতে পান বহু মানুষ।
সন্ধ্যার সময় রায়গঞ্জের রাস্তায় মানুষের ভিড় যথেষ্ট থাকে। স্বাভাবিকভাবেই এমন সময় আকাশে রহস্যময় আলো দেখে দ্রুত শোরগোল পড়ে যায়। এ প্রসঙ্গে রায়গঞ্জ থানার টাউন দারোগা মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, “আমিও দেখেছি। দুটো আলোর বিন্দু ছিল। তবে মনে হয় না ড্রোন। যদি ড্রোন হত, তাহলে এত উঁচু দিয়ে যেত না। স্যাটেলাইট হতে পারে।” শিলিগুড়ি মোড়ের এক বাসিন্দা যিনি সে সময় উকিল পাড়ায় এসেছিলেন, তিনিও এই ঘটনার সাক্ষী হয়েছেন। তবে কি সীমান্ত এলাকায় শত্রু পক্ষ ড্রোন দিয়ে নজরদারি চালাচ্ছে? এমন সম্ভাবনার কথা অবশ্য পুলিশ সুপার উড়িয়ে দিয়ে বলেন, “এগুলো ড্রোন নয়।” তাহলে কী এই আলোকবিন্দু, সেই জবাব অবশ্য মেলেনি। সূত্রের খবর, পার্শ্ববর্তী দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের আকাশেও একইভাবে রহস্যময় আলো চক্কর কেটেছে। তবে এ প্রসঙ্গে জেলা পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও মেলেনি।