iPad ব্যবহারকারীদের জন্য সুখবর, শিগগিরই আসছে WhatsApp-এর নতুন অ্যাপ

Apple iPad ব্যবহারকারীদের জন্য আসতে চলেছে WhatsApp-এর এক নতুন ও ডেডিকেটেড অ্যাপ, যা শুধুমাত্র iPad-এর জন্য তৈরি। বড় স্ক্রিনে আরও উন্নত ও সুবিধাজনক চ্যাটিং অভিজ্ঞতার লক্ষ্যেই Meta এই পদক্ষেপ নিয়েছে।
এখনও পর্যন্ত iPad-এ WhatsApp চালাতে হলে ব্যবহারকারীদের iPhone ভার্সন অথবা ওয়েব ব্রাউজার নির্ভর হতে হত। তবে এবার Meta আনতে চলেছে একটি বিশেষ iPad অ্যাপ, যা সম্পূর্ণরূপে বড় স্ক্রিনের জন্য অপ্টিমাইজড। নতুন অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা একটি ক্লিন ও ইউজার-ফ্রেন্ডলি ইন্টারফেস উপভোগ করতে পারবেন।
এই অ্যাপটি আনুষ্ঠানিকভাবে চালুর আগে প্রায় দুই বছর ধরে এর বিটা ভার্সনের পরীক্ষা চলেছে Apple-এর TestFlight প্ল্যাটফর্মে। নির্বাচিত ব্যবহারকারীরা এই পরীক্ষায় অংশ নিয়েছেন এবং তাদের মতে, অ্যাপটি এখন যথেষ্ট স্থিতিশীল ও কার্যকর।
নতুন অ্যাপে থাকছে ‘Companion Mode’, যার ফলে iPad-এ WhatsApp চালাতে আর iPhone-এর সঙ্গে ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে না। অর্থাৎ iPad-এ স্বাধীনভাবে WhatsApp ব্যবহারের সুযোগ মিলবে।
যদিও WhatsApp-এর তরফে এখনও নির্দিষ্ট কোনও লঞ্চ ডেট জানানো হয়নি, তবে সম্প্রতি একটি X (পূর্বতন Twitter) পোস্টে Meta এই নতুন অ্যাপ নিয়ে ইঙ্গিত দিয়েছে। সবদিক বিচার করে ধারণা করা হচ্ছে, WhatsApp-এর iPad অ্যাপ খুব শিগগিরই সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হতে চলেছে।