কোটি টাকার বাড়ি, বিলাসবহুল গাড়ি-বাইক: পাঞ্জাবে গ্রেপ্তার ‘ইনস্টাগ্রাম কুইন’ কনস্টেবল

কোটি টাকার বাড়ি, বিলাসবহুল গাড়ি-বাইক: পাঞ্জাবে গ্রেপ্তার ‘ইনস্টাগ্রাম কুইন’ কনস্টেবল

পাঞ্জাব পুলিশের কনস্টেবল পদে কর্মরত থাকলেও, সমাজমাধ্যমে এই সুন্দরী তরুণী ‘ইনস্টাগ্রাম কুইন’ নামেই পরিচিত। তার জনপ্রিয় ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম ‘থার ওয়ালি কনস্টেবল’। মাদক-সহ ধরা পড়ার পর আগেই তাকে বরখাস্ত করেছিল পাঞ্জাব পুলিশ। তবে তাতে তার বিলাসবহুল জীবনযাপনে কোনো বাধা পড়েনি। সেই অমনদীপ কউরকে সোমবার (২৬ মে, ২০২৫) গ্রেপ্তার করেছে রাজ্যের মাদকবিরোধী টাস্ক ফোর্স। এই সঙ্গে অমনদীপের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, জনপ্রিয় পাঞ্জাবি গায়ক আফসানা খানের বাড়ি থেকে অমনদীপকে গ্রেপ্তার করা হয়েছে। সে আফসানার বোন রফতার কউরের বন্ধু বলে জানা গিয়েছে। শুধু মাদক সম্পর্কিত অভিযোগই নয়, পাঞ্জাব পুলিশের এই প্রাক্তনের বিলাসী জীবনও তদন্তকারীদের নজরে ছিল।

বিলাসবহুল জীবনযাপন ও আয়ের উৎস
ভাটিন্ডায় অমনদীপের ১ কোটি টাকার বাড়ি রয়েছে। ভাটিন্ডারই ড্রিম সিটিতে সে ১৯ লক্ষ টাকা দিয়ে জমি কিনেছে। ‘ইনস্টাগ্রাম কুইন’-এর একাধিক বিলাসবহুল গাড়ি ও বাইক রয়েছে। তার মধ্যে রয়েছে মহিন্দ্রা থার এবং রয়্যাল এনফিল্ড মোটর সাইকেল। সূত্রের খবর, গাড়ি ও বাইক ছাড়াও এক লক্ষ টাকা দামের একটি হাতঘড়ি এবং ৫৬ হাজার টাকার দামের তিনটি ফোন উদ্ধার হয়েছে। এছাড়াও ব্যাংক অ্যাকাউন্টে ১ লক্ষ টাকা রয়েছে।

তদন্তকারীদের দাবি, গত সাত বছরে অমনদীপ ১.৮৮ কোটি টাকা আয় করেছে। অন্যদিকে, তার ব্যয় হয়েছে ১.৩৯ কোটি টাকা। অর্থাৎ, মোট আয়ের অতিরিক্ত ৩১ লক্ষ টাকা সে ব্যয় করেছে। এই টাকার উৎস খুঁজছে টাস্ক ফোর্স। উল্লেখ্য, গত মাসে অমনদীপের গাড়ি থেকে ১৭ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছিল। এরপরই সে চাকরি হারায়। এবার আয়-বহির্ভূত সম্পত্তির অভিযোগে ইনস্টাগ্রাম কুইনকে গ্রেপ্তার করা হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *