হারিয়ে যাওয়া পোষ্যকে ঘরে ফেরাতে সুইগির অভিনব উদ্যোগ!

হারিয়ে যাওয়া পোষ্যকে ঘরে ফেরাতে সুইগির অভিনব উদ্যোগ!

একটু আগেই চোখের সামনে খেলা করছিল আপনার প্রিয় পোষ্য। হঠাৎ নেই! সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু কোথাও সে নেই। প্রিয় পোষ্য কোথায় গেল, এই চিন্তায় যখন নাজেহাল দশা, তখন জানেন কি আপনার পোষ্যকে ঘরে ফেরাতে পারে সুইগি (Swiggy)?

ভাবছেন তো ব্যাপারটা কী? ফুড ডেলিভারি অ্যাপ সুইগি কীভাবে খুঁজে দেবে পোষ্যকে?

এই অ্যাপের একটি ফিচার হল ‘সুইগি পলিস’ (Swiggy Pawlice)। ধরুন আপনার পোষ্য হারিয়ে গেছে। আশেপাশে, যেখানে যেখানে খোঁজা সম্ভব, খুঁজেছেন। কিন্তু পাননি। এবার আপনি দ্বারস্থ হতেই পারেন সুইগির। অ্যাপে ঢুকে আপনি জানাতে পারবেন আপনার সমস্যার কথা। সেখানে দিতে হবে পোষ্যের যাবতীয় তথ্য। তবে এমনটা নয় যে, সুইগির ডেলিভারি পার্টনাররা আপনার পোষ্যকে সঙ্গে নিয়ে হাজির হবে আপনার ঘরে।

তাহলে কী হবে? দেশজুড়ে সুইগির সাড়ে ৩ লক্ষ ডেলিভারি পার্টনার রয়েছেন। তাঁরা কাজের ফাঁকেই আশপাশে নজর রাখবেন। ধরুন, চোখে পড়ে গেল আপনার হারানো পোষ্য। সঙ্গে সঙ্গে ডেলিভারি পার্টনার সুইগির নির্দিষ্ট টিমকে বিষয়টি জানাবেন। ঠিক কোথায় পোষ্যটিকে দেখা গেছে, তার বিস্তারিত তথ্য দেবেন টিমকে। এরপর সুইগির পক্ষ থেকে ‘পেট পেরেন্ট’দের বিষয়টি জানানো হবে। তাঁরা সশরীরে লোকেশনে যাবেন এবং নিজের হাতে আপনার চারপেয়ে সন্তানকে ঘরে ফিরিয়ে আনতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *