ওড়িশায় ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে কোটি টাকা উদ্ধার, জানলা দিয়ে নোট ছুড়লেন অভিযুক্ত
ওড়িশার গ্রাম্য উন্নয়ন বিভাগের মুখ্য ইঞ্জিনিয়ার বৈকুণ্ঠনাথ ষড়ঙ্গীর বাড়িতে ভিজিল্যান্সের অভিযানে উদ্ধার হয়েছে ২.৫১ কোটি টাকার নগদ। আয়-বহির্ভূত সম্পত্তির অভিযোগে শুক্রবার সকালে ভুবনেশ্বর ও অণুগুলে তাঁর সাতটি ঠিকানায় হানা দেয় ভিজিল্যান্স। অভিযানের সময় ষড়ঙ্গী জানলা দিয়ে ৫০০ টাকার নোটের বান্ডিল রাস্তায় ছুড়ে ফেলেন, যা দেখে স্থানীয়রা হতবাক। ভিজিল্যান্সের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “ভুবনেশ্বরের বাড়ি থেকে ১.২১ কোটি ও অণুগুল থেকে ১.৩০ কোটি টাকা জব্দ করা হয়েছে।” এছাড়া, দুটি বহুতল ভবন, দুটি ফ্ল্যাট, সাতটি প্লট ও ২.৭ কোটি টাকার শেয়ার বিনিয়োগের তথ্য মিলেছে।
এই ঘটনা ওড়িশায় দুর্নীতির গভীরতা প্রকাশ করেছে। ভিজিল্যান্স নির্দেশক জানিয়েছেন, “টাকা গণনায় মেশিনও ক্লান্ত হয়ে পড়েছে।” স্থানীয়রা জানান, রাস্তায় ছড়িয়ে থাকা নোটের বান্ডিল দেখে এলাকায় শোরগোল পড়ে যায়। বিশ্লেষকদের মতে, সরকারি কর্মকর্তাদের মধ্যে দুর্নীতি নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ প্রয়োজন। ষড়ঙ্গীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, তদন্ত চলছে।