অঙ্কিতা ভান্ডারী হত্যা মামলা,তিন আসামির যাবজ্জীবন

উত্তরাখণ্ডের চাঞ্চল্যকর অঙ্কিতা ভান্ডারী হত্যা মামলায় কোটদ্বার আদালত তিন আসামি—পুলকিত আর্য, সৌরভ ভাস্কর ও অঙ্কিত গুপ্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। আদালত নির্যাতিতার পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর পাউরি জেলার ভান্তারা রিসোর্টের রিসেপশনিস্ট ১৯ বছরের অঙ্কিতাকে হত্যা করা হয়। পাঁচ দিন পর চিল্লা খাল থেকে তার মৃতদেহ উদ্ধার হয়।
পুলিশ তদন্তে জানা গেছে, রিসোর্ট মালিক পুলকিত আর্য ও তার দুই সহযোগী অঙ্কিতাকে ভিআইপি অতিথিকে অতিরিক্ত পরিষেবা দিতে অস্বীকৃতির জেরে চিল্লা খালে ঠেলে হত্যা করে। ২ বছর ৮ মাসের শুনানিতে ৯৭ জন সাক্ষী হাজির করা হয়। প্রসিকিউশনের আইনজীবী বলেন, “এই রায় ন্যায়বিচারের জয়।” বিশ্লেষকদের মতে, এই রায় যৌন নির্যাতন ও হত্যার মতো অপরাধের বিরুদ্ধে কঠোর বার্তা দেয়। তবে, সমাজে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকে যায়।