১৪ বছরেই ক্রিকেট তাণ্ডব! মোদীর পা ছুঁয়ে আশীর্বাদ নিলো বৈভব

মাত্র ১৪ বছর বয়সে ক্রিকেট জগতে তাণ্ডব চালিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাত করলেন বৈভব সূর্যবংশী। শুক্রবার, ৩০ মে, পাটনা বিমানবন্দরে বৈভব মোদীর পা ছুঁয়ে আশীর্বাদ নেন, সঙ্গে ছিলেন তাঁর বাবা-মা। আইপিএল ২০২৫-এ রাজস্থান রয়্যালসের হয়ে বৈভবের ব্যাটিং ঝড় সবাইকে মুগ্ধ করেছে। গুজরাট টাইটানসের বিরুদ্ধে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে তিনি আইপিএলের দ্রুততম ভারতীয় সেঞ্চুরিয়ান হন। মোদী তাঁর এক্স হ্যান্ডেলে বৈভবের প্রশংসা করে লেখেন, “তরুণ ক্রিকেট সেনসেশন বৈভবের দক্ষতা দেশজুড়ে প্রশংসিত। তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা।”
আইপিএল ২০২৫-এ বৈভব সূর্যবংশী ৭ ম্যাচে ২৫২ রান করে, ৩৬.০০ গড় এবং ২০৬.৫৫ স্ট্রাইক রেটে। তিনি ১৮ চার ও ২৪ ছক্কা মেরেছেন। ১৯ এপ্রিল জয়পুরে লখনউয়ের বিরুদ্ধে অভিষেকে প্রথম বলেই ছক্কা মেরে ২০ বলে ৩৪ রান করেন। ২৮ এপ্রিল গুজরাটের বিরুদ্ধে ৩৮ বলে ১০১ রানের ইনিংসে তিনি ৩৫ বলে সেঞ্চুরি এবং ১৭ বলে ফিফটি করে আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হন। নিলামে রাজস্থান রয়্যালস তাঁকে ১.১০ কোটি টাকায় কিনে নেয়। বিহারের সমস্তিপুরের এই তরুণ এখন ক্রিকেট জগতের নতুন নক্ষত্র।