হুগলিতে মহিলা পুলিশকে সিঁদুর পরানোর ঘটনায় মামলা দায়ের

হুগলির চুঁচুড়ায় মহিলা পুলিশ কর্মীদের জোর করে সিঁদুর পরানোর অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মীদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। স্থানীয় বিজেপি নেতা সুরেশ সাউকেও এই মামলায় যুক্ত করা হয়েছে বলে খবর। এই ঘটনা রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং তৃণমূল যুব কংগ্রেস এর তীব্র নিন্দা জানিয়েছে।
জানা গেছে, গত শুক্রবার চুঁচুড়ার পিপুলপাঁতি পাঁচমাথা মোড়ে বিজেপি মহিলা কর্মীরা পথ অবরোধ করেন। সেই অবরোধ তুলতে গেলে মহিলা পুলিশ কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং অভিযোগ ওঠে যে তাদের জোর করে সিঁদুর পরিয়ে দেওয়া হয়। এই ঘটনার পর থেকেই প্রশ্ন উঠছিল যে কর্তব্যরত পুলিশ কর্মীদের সঙ্গে এমন আচরণ কীভাবে সম্ভব। পুলিশ ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছিল এবং সেই অনুযায়ী আজ শনিবার মামলা রুজু করার খবর সামনে আসে।
পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় ছয় জন বিজেপি মহিলা কর্মীর বাড়িতে নোটিশ পাঠানো হয়েছে এবং আরও বেশ কিছু বিজেপি কর্মীর খোঁজ চলছে। তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শুভদীপ মুখোপাধ্যায় এই ঘটনাকে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিজেপির ছেলেখেলা বলে আখ্যা দিয়েছেন এবং এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। অন্যদিকে, হুগলি জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে, পুলিশ কর্মীরা স্বেচ্ছায় সিঁদুর পরেছিলেন। এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোর অব্যাহত রয়েছে।