যাকে বলত ‘আন্টি’, তাকেই করল স্ত্রী! তিন সন্তানের মায়ের প্রেমকাহিনি ভাইরাল

বিহারের বৈশালীতে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যেখানে তিন সন্তানের জননী এক মহিলা তার স্বামীকে ছেড়ে প্রেমিকের হাত ধরেছেন। গ্রামের বাসিন্দারা মহিলাকে তার প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেললে এই ঘটনা প্রকাশ্যে আসে। এরপর প্রেমিক নিজেই পঞ্চায়েত ডেকে সকলের সামনে ওই মহিলাকে সিঁদুর পরিয়ে দেন, যা দেখে সকলেই হতবাক।
ঘটনাটি ঘটেছে চকসিকান্দার মনসুরপুর গ্রামে। স্থানীয়দের হাতে ধরা পড়ার পর প্রেমিক রূপেশ রাম একটি পঞ্চায়েত আহ্বান করেন। সেখানে রূপেশ সকলের সামনেই পরো দেবীর (মহিলা) সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন এবং তাকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করেন। পুরো ঘটনাটি দেখে পরো দেবীর স্বামী রমেশ রাম শুধু বলেন, ‘আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। ও ওর প্রেমিকের সঙ্গেই থাকুক। তবে বাচ্চারা আমার কাছেই থাকবে।’ এই ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
রমেশ রাম আরও জানান, রূপেশ এর আগেও অনেক মহিলাকে প্রেমের জালে ফাঁসিয়েছেন। তার স্ত্রীর সঙ্গে রূপেশের সম্পর্ক গত দুই বছর ধরে চলছিল। যদিও পরো দেবী দাবি করেছেন যে তার তিন সন্তানের মধ্যে সবচেয়ে ছোট ছেলেটি রূপেশেরই সন্তান, যা প্রেমিকও স্বীকার করেছেন। এই মুহূর্তে শিশুদের ভবিষ্যৎ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।