BCCI’র নেতৃত্ব বদলের সম্ভাবনা, এগিয়ে থাকা বড় নামটি কার?

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে (BCCI) দ্রুতই একটি বড় রদবদল ঘটতে চলেছে। বর্তমান বিসিসিআই সভাপতি রজার বিনি আগামী ১৯ জুলাই ২০২৫ তারিখে ৭০ বছর পূর্ণ করবেন। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, বয়সজনিত কারণে তাঁকে পদ থেকে সরে দাঁড়াতে হবে। এই পরিস্থিতিতে পরবর্তী সভাপতি কে হবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
গণমাধ্যমের খবর অনুযায়ী, বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা রজার বিনির স্থলাভিষিক্ত হতে পারেন। তিনি জুলাই মাসেই অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে এই দায়িত্ব নিতে পারেন। রাজীব শুক্লা দীর্ঘদিন ধরে ভারতীয় ক্রিকেট প্রশাসনের সঙ্গে যুক্ত আছেন। তিনি এর আগে আইপিএলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বিসিসিআইয়ে একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন। একজন অভিজ্ঞ রাজনীতিবিদ ও প্রাক্তন সাংবাদিক হিসেবে ক্রিকেট মহলে তাঁর ব্যাপক পরিচিতি রয়েছে।
রাজীব শুক্লার নিয়োগ নিয়ে বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে বলে জানা গেছে। রজার বিনি ২০২২ সালে সৌরভ গাঙ্গুলিকে স্থলাভিষিক্ত করে বিসিসিআই সভাপতির দায়িত্ব নিয়েছিলেন। ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ে তাঁর অবদান অনস্বীকার্য। বিনির মেয়াদে ভারতীয় ক্রিকেটের উন্নতি এবং প্রশাসনিক সংস্কারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে, বয়সের নিয়মের কারণে তাঁকে সরে দাঁড়াতে হওয়ায় রাজীব শুক্লাকে নতুন সভাপতি হিসেবে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল।