বরের বদলে শাশুড়িকেই বিয়ে করল যুবক, মেয়ের সম্মতিতেই ছাদনাতলায় মা!

উত্তরপ্রদেশের শাহজাহানপুরে এক étonnant ঘটনা ঘটেছে। চার সন্তানের জননী এক মহিলা তাঁর নিজের মেয়ের জন্য পাত্র দেখেছিলেন। কিন্তু সেই পাত্রের সঙ্গেই প্রেম হয়ে গেল তাঁর। এরপর মন্দিরে গিয়ে তাঁরা বিয়ে করে নেন। এই ঘটনা এখন আলোচনার বিষয়।
জানা গেছে, মহিলাটির বয়স প্রায় ৪৫ বছর এবং তিনি যে যুবককে বিয়ে করেছেন, তাঁর বয়স প্রায় ২২ বছর। মহিলার তিন ছেলে ও এক মেয়ে আছে। তিন বছর আগে তাঁর স্বামী মারা গেছেন। তিনি তাঁর চার সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতেই থাকেন।
নিজের থেকে অর্ধেক বয়সী যুবকের সঙ্গে প্রেম
মহিলার বড় মেয়ের বয়স প্রায় ২০ বছর। মেয়ের বিয়ের জন্য তিনি বান্দা এলাকার এক যুবকের সঙ্গে কথা বলছিলেন। মেয়ের বিয়ের সূত্র ধরেই যুবকের সঙ্গে তাঁর রোজ কথা হতো। তারপর ধীরে ধীরে তাঁদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। এই বিষয়ে তাঁর বড় মেয়েও জানতে পারে এবং সে তাঁর মায়ের বিয়েতে সম্মতি দেয়। সে মাকে জানায়, মা আগে তুমি বিয়ে করে নাও, আমি পরে করব। এরপর ছেলেপক্ষও এই বিয়েতে রাজি হয়ে যায়।
মন্দিরে বিয়ে করলেন দু’জন
এরপর শাহজাহানপুরের একটি মন্দিরে ওই মহিলা যুবককে মালা পরিয়ে বিয়ে করেন। তবে বিয়ের পর তিনি একাই শ্বশুরবাড়িতে ফিরে আসেন। এই বিয়ে এখন পুরো এলাকায় আলোচনার ঝড় তুলেছে। শাশুড়ি-জামাইয়ের প্রেমের ঘটনা অবশ্য নতুন নয়। এর আগে উত্তরপ্রদেশের আলিগড় থেকেও একই ধরনের ঘটনা সামনে এসেছিল। সেখানে মেয়ের বিয়ের মাত্র ১০ দিন আগে ৬ এপ্রিল শাশুড়ি অনিতা তাঁর হবু জামাই রাহুলের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন। এরপর পরিবারের সদস্যরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। কিন্তু ১৬ এপ্রিল তাঁরা দু’জনেই থানায় আত্মসমর্পণ করেন।