ভালোবাসার টানে বিষপান, ইনস্টাগ্রাম পোস্টে বাঁচল প্রাণ
June 4, 202511:48 am

উত্তরপ্রদেশের আম্বেদকরনগরে ২২ বছর বয়সী এক যুবক ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। পছন্দের মেয়েকে বিয়ে করতে না পারায় হতাশ হয়ে সে এমন কাণ্ড ঘটায়। আত্মহত্যার আগে যুবক তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ‘লাস্ট ডে অফ মাই লাইফ’ লিখে একটি পোস্টও করেছিল।
ভোর ৫টার দিকে মেটা কো ম্পা নির পক্ষ থেকে পুলিশ সদর দফতরে একটি সতর্কতা বার্তা পাঠানো হয়। alerta পাওয়ার সঙ্গে সঙ্গেই ডিজি রাজীব কৃষ্ণ দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এর পর পুলিশ যুবকের মোবাইল নম্বর ট্র্যাক করে এবং আম্বেদকরনগর পুলিশকে জানায়। খবর পেয়ে ইব্রাহিমপুর পুলিশ মাত্র ১৩ মিনিটের মধ্যে যুবকের কাছে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সময় মতো পুলিশ পৌঁছানোয় ওই যুবকের প্রাণ বেঁচে যায়। পরে পুলিশ তাকে কাউন্সিলিংও করে, যার পর যুবক আর এমন ভুল করবে না বলে জানিয়েছে।