মেট্রো স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অসতর্কতা
June 4, 202512:13 pm

মঙ্গলবার সকালে মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশনে এক মর্মান্তিক ঘটনায় এক মহিলা চলন্ত মেট্রোর সামনে লাইনে পড়ে যান। সকাল ৮টা ২০ মিনিট নাগাদ আপ মেট্রো স্টেশনে ঢোকার ঠিক মুহূর্তে এই ঘটনা ঘটে। দ্রুত আরপিএফ এসে ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও, তিনি আত্মহত্যার উদ্দেশ্যে ঝাঁপ দিয়েছিলেন নাকি অসতর্কতার ফলে পড়ে গেছেন, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, অফিস টাইমে প্ল্যাটফর্মে যথেষ্ট ভিড় ছিল এবং অন্যান্য যাত্রীদের মতোই ওই মহিলা দাঁড়িয়েছিলেন। এই ঘটনার জেরে আপ লাইনে মেট্রো পরিষেবা সাময়িকভাবে থমকে যায়, যার ফলে যাত্রীরা ব্যাপক ভোগান্তির শিকার হন। গত কয়েক মাসে কলকাতা মেট্রো লাইনে আত্মহত্যার চেষ্টার একাধিক ঘটনা ঘটায়, এই ঘটনা মেট্রো যাত্রীদের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন তুলেছে।