চলন্ত বাসে নারী চিকিৎসকের শ্লীলতাহানি, ফের প্রশ্নের মুখে শহরের নিরাপত্তা

আরজি করের ধর্ষণ ও খুনের ঘটনার এক মাসও কাটেনি, এর মধ্যেই ফের শহরে শ্লীলতাহানির অভিযোগ উঠল। এবার শিকার এক তরুণী চিকিৎসক। কর্মস্থল থেকে ফেরার পথে চলন্ত বাসে তাঁর শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রাতের ডিউটি সেরে আরজি কর হাসপাতালের সামনে থেকে বাসে উঠেছিলেন ওই চিকিৎসক। নিউটাউনের বাসিন্দা ওই তরুণী অভিযোগ করেছেন, বাসের এক সহযাত্রী প্রথমে সিটে বসা নিয়ে বচসা শুরু করেন এবং পরে তাঁর সঙ্গে অভব্য আচরণ ও কুরুচিকর মন্তব্য করেন। শুধু তাই নয়, তাঁর দাবি, চলন্ত বাসেই তাঁকে আপত্তিকরভাবে স্পর্শ করার চেষ্টা করা হয়।
এই ঘটনার পর ওই চিকিৎসক বিধাননগর কমিশনারেটের টেকনোসিটি থানায় সহযাত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি গত সোমবার সকালে ঘটেছে। চিকিৎসক নাইট ডিউটি সেরে সকাল ৯টায় আরজি কর হাসপাতালের সামনে থেকে কেবি ১৬ রুটের একটি বাসে ওঠেন। নিউটাউন বিশ্ব বাংলা গেটের কাছে আসতেই ওই যুবক তরুণীকে বারবার আপত্তিকরভাবে স্পর্শ করার চেষ্টা করেন। তরুণী প্রতিবাদ করলে অন্য সহযাত্রীরা কারিগরি ভবনের সামনে ওই যুবককে বাস থেকে নামিয়ে দেন। অভিযুক্ত যাত্রীর খোঁজে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ, তবে এখনও পর্যন্ত তাকে আটক বা গ্রেফতার করা যায়নি।