এলন মাস্কের স্টারলিঙ্ক আসছে ভারতে, ইন্টারনেট জগতে নতুন দিগন্ত?

এলন মাস্কের স্টারলিঙ্ক আসছে ভারতে, ইন্টারনেট জগতে নতুন দিগন্ত?

অবশেষে ভারতে পদার্পণ করতে চলেছে এলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিঙ্ক। দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে অপেক্ষার পর চলতি মাসের মাঝামাঝি সময়েই টেলিকম দপ্তরের সবুজ সংকেত পেতে চলেছে সংস্থাটি। নয়া টেলিকম নীতিমালায় রাজি হওয়ায় তাদের লাইসেন্স পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। তবে লাইসেন্স পেলেই হবে না, ‘ন্যাশনাল স্পেস প্রোমোশন অ্যান্ড অথোরাইজেশন সেন্টার’-এর অনুমতি পেলেই চূড়ান্ত সম্মতি মিলবে। এই পরিষেবার জন্য স্টারলিঙ্ককে এককালীন ১ কোটি ৬০ লক্ষ টাকা দিতে হবে, যা ফেরতযোগ্য নয়।

যদি স্টারলিঙ্কের দেওয়া কোনো তথ্য বিভ্রান্তিকর প্রমাণিত হয়, তবে যেকোনো সময় লাইসেন্স বাতিল করা হতে পারে। ২০২২ সাল থেকে ভারতে ইন্টারনেট পরিষেবা শুরুর তোড়জোড় করছিল মাস্কের সংস্থা। শেষমেশ সুখবর আসতে চলেছে। লোয়ার অরবিটে থাকা স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা দেবে স্টারলিঙ্ক, যার ফলে দুর্গম পাহাড়ি এলাকাতেও নেটওয়ার্কের সমস্যা থাকবে না। ভারতী এয়ারটেলের সঙ্গে স্পেসএক্স-এর চুক্তি হয়েছে, যেখানে এয়ারটেল স্টারলিঙ্কের যন্ত্রপাতি বিক্রি ও পরিষেবা প্রদান করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *