ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের ৪ বিচারকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা, কারণ জানলে চমকে উঠবেন

গাজা ও হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের কথিত যুদ্ধাপরাধের তদন্তকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এর চার বিচারকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, বেনিন, পেরু, স্লোভেনিয়া এবং উগান্ডার এই আইসিসি বিচারকদের মার্কিন বিচারব্যবস্থায় থাকা যেকোনো সম্পত্তি জব্দ করা হবে। আইসিসি এবং এর কর্মকর্তাদের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তদন্তের পদক্ষেপ হিসেবে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেছেন, আইসিসি বিচারক হিসেবে এই চারজন মার্কিন যুক্তরাষ্ট্র বা আমাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে লক্ষ্য করে আইসিসির অবৈধ ও ভিত্তিহীন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, আইসিসি রাজনৈতিক হয়ে উঠেছে এবং আমেরিকা ও এর মিত্রদের নাগরিকদের তদন্ত, অভিযোগ আনা এবং তাদের বিচার করার জন্য ভিত্তিহীন মিথ্যা দাবি করছে। এই পদক্ষেপ আমেরিকা ও ইসরায়েলসহ এর মিত্রদের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার লঙ্ঘন।