জমি রেজিস্ট্রেশন এখন সম্পূর্ণ ক্যাশলেস, বড় পদক্ষেপ রাজ্যের

জমি রেজিস্ট্রেশন এখন সম্পূর্ণ ক্যাশলেস, বড় পদক্ষেপ রাজ্যের

জমি-বাড়ির রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে আরও সরল করতে ও স্বচ্ছতা আনতে রাজ্য সরকার এবার সম্পূর্ণ ক্যাশলেস পরিষেবা চালু করল। এতদিন রেজিস্ট্রেশন ফি ও স্ট্যাম্প ডিউটি অনলাইনে জমা দেওয়ার সুবিধা থাকলেও, এবার থেকে ইউজার চার্জ সহ অন্যান্য সমস্ত ফি অনলাইনে বা ডিজিটাল মাধ্যমে দেওয়া যাবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, কিউআর কোড স্ক্যান সহ সবরকম ‘ক্যাশলেস’ লেনদেনের সুবিধার জন্য রাজ্যের প্রতিটি রেজিস্ট্রি অফিসে ‘পয়েন্ট অব সেল টার্মিনাল’ বসানো হচ্ছে।

রাজ্য সরকারের অর্থদপ্তরের অধীনস্থ ‘ডিরেক্টরেট অব রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প ডিউটি’ জুন মাসের শেষে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে এবং জুলাই মাস থেকেই পরিষেবাটি সাধারণ মানুষের জন্য চালু করার নির্দেশ দেয়। এর ফলে রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় নগদ লেনদেনের আর প্রয়োজন পড়বে না, যা একদিকে যেমন সাধারণ মানুষের সুবিধা বাড়াবে, তেমনই গোটা প্রক্রিয়ার স্বচ্ছতা বৃদ্ধি করবে বলে নবান্নের আধিকারিকরা মনে করছেন। রাজস্ব আদায়ের ক্ষেত্রেও এই পদক্ষেপ ইতিবাচক ফল দেবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *