অবাক কাণ্ড! ট্রেনের কামরায় বাইক নিয়ে দাপিয়ে বেড়ালেন যুবক, হতবাক যাত্রীরা

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আলোড়ন ফেলেছে, যেখানে দেখা যাচ্ছে এক যুবক দিব্যি একটি লোকাল ট্রেনের কামরার ভেতরে বাইক নিয়ে হেঁটে যাচ্ছেন। যাত্রীরা যখন নিজেদের আসনে বসে আছেন, সেই সময় বাইক-সহ ওই ব্যক্তির এমন কাণ্ড দেখে সকলেই হতবাক হয়ে যান। ভিডিওটি কে বা কেন তুলেছে তা স্পষ্ট না হলেও, ট্রেনের মতো জনবহুল স্থানে বাইক নিয়ে এমন কার্যকলাপ মোটেও সমর্থনযোগ্য নয়।
ভাইরাল হওয়া এই ভিডিওটি @krishna_kumar__620 নামের ইনস্টাগ্রাম ব্যবহারকারী পোস্ট করেছেন। ক্যাপশনে “পাওয়ার অফ বিহার” লেখা থাকলেও, অধিকাংশ নেটিজেন এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। কেউ কেউ এটিকে ‘বোকামির চূড়ান্ত’ আখ্যা দিয়েছেন, আবার কেউ ‘বিহারের লজ্জা’ বলেও মন্তব্য করেছেন। এই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়েছে এবং মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। যদিও ZEE News এই ভিডিওর সত্যতা যাচাই বা সমর্থন করে না। Sources