জিএসটি তথ্যের ফাঁস! খোলা বাজারে বিক্রি হচ্ছে নথি, অভিযোগ খোদ গুজরাটের
June 9, 20258:43 am

পণ্য ও পরিষেবা কর থেকে যথাযথ পরিষেবা প্রাপ্তি দূরঅস্ত, এবার উঠল সরাসরি দুর্নীতির অভিযোগ। আর সেই অভিযোগ এল নরেন্দ্র মোদি-অমিত শাহের রাজ্য গুজরাট থেকেই। সুরাতের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের সংগঠনের চাঞ্চল্যকর অভিযোগ, খোলা বাজারে বিক্রি হচ্ছে জিএসটির তথ্য। নথিভুক্ত প্রতিষ্ঠানগুলি জিএসটি নেটওয়ার্কে যে তথ্য আপলোড করে, সেসব তথ্য মিলছে ৩ হাজার থেকে ১৫ হাজার টাকায়।
সংগঠনের কর্তাদের দাবি, গত এক বছর ধরে তাঁরা জিএসটি সংক্রান্ত দুর্নীতি নিয়ে সরব হয়েছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে একাধিকবার চিঠি লিখে সতর্কও করেছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, কেন্দ্র উদাসীনই থেকে গিয়েছে। এই ঘটনায় সরকারের প্রতি করদাতাদের আস্থা ও বিশ্বাস নিলামে তোলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।