মন ভালো করা খবর প্রিয় বন্ধুর শেষকৃত্যে হনুমান, ভাইরাল ভিডিও দেখে চোখে জল আপনারও
June 10, 202511:31 am

ঝাড়খণ্ডের দেওঘরে মুন্না সিংয়ের শেষকৃত্যে এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হলেন সকলে। মুন্না সিংয়ের সঙ্গে স্থানীয় একটি হনুমানের সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। সেই ভালোবাসার টানেই মুন্না সিংয়ের শেষযাত্রায় হাজির হয় সে। মৃতদেহের পাশে বসে থাকতে দেখা যায় হনুমানটিকে, এমনকি মুন্না সিংয়ের মাথায় চুম্বন করেও সে তার প্রিয় বন্ধুকে শেষ বিদায় জানায়।
এই হৃদয়স্পর্শী ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওটি দেখে আপ্লুত নেটিজেনরা। মানুষ এবং বন্যপ্রাণীর মধ্যে এমন বিরল ভালোবাসার বন্ধন দেখে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েছেন। এই ঘটনা প্রমাণ করে যে ভালোবাসা কোনো সীমানা বা প্রজাতির তোয়াক্কা করে না।