আসল পার্লে জি গার্ল কি তাহলে বিহারের এই বালিকা! ক্ষতিপূরণ দাবি

জনপ্রিয় পার্লে জি বিস্কুটের মোড়কে যে শিশুর ছবি দেখা যায়, সেই শিশুটি আসলে সে নিজেই! সম্প্রতি এমনই এক চাঞ্চল্যকর দাবি করে আলোচনায় এসেছে বিহারের এক ১১ বছর বয়সী নাবালিকা। তার এই দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে। নব্বই দশকের ছেলেমেয়েদের কাছে পার্লে জি বিস্কুট এক অবিস্মরণীয় স্মৃতি। বিস্কুটের প্যাকেটের সামনে থাকা ছবিটি আজও সবার কাছে কৌতূহলের বিষয়।
ওই নাবালিকা এক সাক্ষাৎকারে অভিযোগ করেছে যে, তার ছোটবেলার ছবি কেউ একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে এবং পার্লে জি কো ম্পা নি সেটি ব্যবহার করলেও তাকে কোনো টাকা দেয়নি। যদিও সাংবাদিক তাকে মনে করিয়ে দেন যে, এই ছবি তার জন্মের অনেক আগে থেকেই প্যাকেটে রয়েছে, তবুও সে তার দাবিতে অনড় থাকে। এমনকি, সে দাবি করে যে এটি তার পূর্বজন্মের ছবি। বিহারের প্রিয়া শর্মা নামের এক মহিলার ১১ বছর বয়সী এই মেয়ের নামই পার্লে জি। তার এই আজব দাবি নিয়ে অনেকেই উপহাস করছেন। পার্লে জি বিস্কুটের মোড়কের শিশুটি কে, তা নিয়ে বহু বছর ধরেই নানা প্রশ্ন ও তত্ত্ব প্রচলিত আছে। তবে পার্লে জি কো ম্পা নি আগেই জানিয়েছিল যে, এই ছবিটি কোনো নির্দিষ্ট শিশুর নয়, বরং এটি একটি কাল্পনিক চিত্র।